Ajker Patrika

কোপা ফাইনালের পাঁচ দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ৫

প্রতিনিধি, সদর (ব্রাহ্মণবাড়িয়া) 
আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৫: ১৩
কোপা ফাইনালের পাঁচ দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ৫

১১ জুলাই কোপা আমেরিকা কাপের ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচটিতে ১-০ গোলে জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে মেসির দল। কোপা আমেরিকার রেশ কেটে গেলেও এখনো উত্তাপ রয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ায়। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে জড়িয়েছেন ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকেরা। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সী ও ফুরকান মুন্সী। তাঁদের মধ্যে মিনার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, কোপা আমেরিকা টুর্নামেন্টের ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খেওয়াই গ্রামের সরদারবাড়ির শিপন (১৯) ও মুন্সীবাড়ির হৃদয়ের (১৮) মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। হৃদয় আর্জেন্টিনা ও শিপন ব্রাজিল দলের সমর্থক। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। সকালে গ্রামে পুলিশ এসেছে। এখন গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে কোপা আমেরিকার ফাইনালের এই ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। ফলে ফাইনালের দিন এই জেলায় কোনো অঘটন ঘটেনি। পুরো জেলায় মোতায়েন করা হয় পাঁচ শতাধিক পুলিশ সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত