Ajker Patrika

মানুষের মৃত্যু হলেও তার কর্মের মৃত্যু নেই: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চসিক ডা. শাহাদাত হোসেন। ছবি: আজকের পত্রিকা
চসিক ডা. শাহাদাত হোসেন। ছবি: আজকের পত্রিকা

মানুষ মারা গেলেও তার আদর্শগত কর্ম কখনো মারা যায় না, একজন আদর্শবাদী মানুষ মৃত্যুর পরও তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকেন। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন প্রয়াত সাংবাদিক মো. নাসিরুল আলমের স্মরণে আয়োজিত শোকসভায় এ কথা বলেন।

নগরীর নুর আহমদ সড়কে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিজেএ) মিলনায়তনে আয়োজিত এ সভায় মেয়র বলেন, ‘আজকের শোকসভায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, মো. নাসিরুল আলম একজন আদর্শবাদী মানুষ ছিলেন।’

টিসিজেএর প্রয়াত সাবেক সহসভাপতি নাসিরুল আলমের স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের ডেপুটি ইনচার্জ তারেক মাহমুদ এবং দিগন্ত টেলিভিশনের সাবেক চট্টগ্রাম অফিস ইনচার্জ গোলাম মাওলা মুরাদ।

স্বাগত বক্তব্য দেন টিসিজেএর সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন।

শোকসভায় প্রয়াত সাংবাদিকের সহকর্মী, বন্ধু ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

কক্সবাজার সৈকতে প্রশিক্ষণ মহড়ায় মার্কিন সেনারা, সামাজিক মাধ্যমে আলোচনা

কুসুম-কুসুম খেলা চলবে না, ওয়াহিদউদ্দিন-সালেহউদ্দিন-আসিফ নজরুলকে পদত্যাগে বাধ্য করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত