নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। আমাদের সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্দর ও আইসিডিতে কোন প্রাইম মুভার চলাচল করছে না। সারা দেশে প্রাইম মুভারের চলাচল বন্ধ রয়েছে।’
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭,০০০ প্রাইম মুভার পরিচালিত হয়, যার মধ্যে প্রায় ১,২০০ প্রাইম মুভার ডিপোতে কন্টেইনার আনা-নেওয়ার কাজে নিয়োজিত। এছাড়া সারা দেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চলাচল করে।
আইসিডি মালিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে প্রাইম মুভারের চালকরা কোন আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন করছে না। এর ফলে আইসিডি থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে পাঠানোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্দর থেকেও আইসিডিতে আসছে না কোনো আমদানি পণ্যবাহী বা খালি কন্টেইনার।
আইসিডি মালিকদের সংগঠন বিকডার সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার বলেন, ‘প্রতিদিন ২১টি আইসিডি থেকে ২২০০ থেকে ২৫০০ টিইউ রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজে তোলার জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হয়। এই কর্মসূচির কারণে রপ্তানি এসব কন্টেইনার সঠিক সময়ে জাহাজে তোলা অনিশ্চিত হয়ে পড়বে। রপ্তানি ও আমদানি খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।’
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন চার হাজার থেকে ৪৫০০ টিইউ আমদানি পণ্য ডেলিভারি হয়। গত ১৪ মে বন্দর থেকে ৪৫৬২ টিইউ কন্টেইনার ডেলিভারি হয়েছিল। এসব পণ্যের বেশির ভাগ এফসিএল কন্টেইনার প্রাইম মুভারে করে ডেলিভারি হয়। কর্মসূচির কারণে আমদানিকারকরা পণ্য ডেলিভারি নিতে পারবে না।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রাইম মুভারে আহত রোগী বহন করতে রাজি না হওয়ার জের ধরে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ ও পুলিশ সদস্যরা সংগঠনের সভাপতি সেলিম খান ও দুই চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে বেধড়ক মারধর করেছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সমাবেশ থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
অভিযোগের বিষয়ে জানতে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে রয়েছেন বলে জানান।
শ্রমিকদের মজুরি, নিয়োগপত্রসহ বিভিন্ন দাবিতে প্রতিনিয়ত কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিল প্রাইম মুভার শ্রমিকরা।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। আমাদের সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্দর ও আইসিডিতে কোন প্রাইম মুভার চলাচল করছে না। সারা দেশে প্রাইম মুভারের চলাচল বন্ধ রয়েছে।’
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭,০০০ প্রাইম মুভার পরিচালিত হয়, যার মধ্যে প্রায় ১,২০০ প্রাইম মুভার ডিপোতে কন্টেইনার আনা-নেওয়ার কাজে নিয়োজিত। এছাড়া সারা দেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চলাচল করে।
আইসিডি মালিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে প্রাইম মুভারের চালকরা কোন আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন করছে না। এর ফলে আইসিডি থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে পাঠানোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্দর থেকেও আইসিডিতে আসছে না কোনো আমদানি পণ্যবাহী বা খালি কন্টেইনার।
আইসিডি মালিকদের সংগঠন বিকডার সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার বলেন, ‘প্রতিদিন ২১টি আইসিডি থেকে ২২০০ থেকে ২৫০০ টিইউ রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজে তোলার জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হয়। এই কর্মসূচির কারণে রপ্তানি এসব কন্টেইনার সঠিক সময়ে জাহাজে তোলা অনিশ্চিত হয়ে পড়বে। রপ্তানি ও আমদানি খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।’
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন চার হাজার থেকে ৪৫০০ টিইউ আমদানি পণ্য ডেলিভারি হয়। গত ১৪ মে বন্দর থেকে ৪৫৬২ টিইউ কন্টেইনার ডেলিভারি হয়েছিল। এসব পণ্যের বেশির ভাগ এফসিএল কন্টেইনার প্রাইম মুভারে করে ডেলিভারি হয়। কর্মসূচির কারণে আমদানিকারকরা পণ্য ডেলিভারি নিতে পারবে না।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রাইম মুভারে আহত রোগী বহন করতে রাজি না হওয়ার জের ধরে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ ও পুলিশ সদস্যরা সংগঠনের সভাপতি সেলিম খান ও দুই চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে বেধড়ক মারধর করেছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সমাবেশ থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
অভিযোগের বিষয়ে জানতে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে রয়েছেন বলে জানান।
শ্রমিকদের মজুরি, নিয়োগপত্রসহ বিভিন্ন দাবিতে প্রতিনিয়ত কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিল প্রাইম মুভার শ্রমিকরা।
দীর্ঘ ৩৬ বছর ধরে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। সেই নির্বাচনের দাবিতে ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। তাঁরা ‘চাকসু ভবন’ লেখার ওপর নতুন ব্যানার সাঁটিয়েছেন। তাতে বড় অক্ষরে লেখা হয়েছে, ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’।
১ ঘণ্টা আগেআটক যুবকের নাম রাহাত হাওলাদার (৩৫)। তিনি বরিশাল পটুয়াখালী এলাকার বাসিন্দা। রাহাত পেশায় ট্রাকচালকের সহকারী। তিনি ওই এলাকার একটি কারখানা থেকে মালামাল নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন বলে স্থানীয়দের কাছে জানিয়েছেন।
১ ঘণ্টা আগেরিজভী পৌরসভা এলাকার বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা করতেন। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
২ ঘণ্টা আগেগাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয় ২০১৪ সালে। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর। তবে রয়ে গেছে নানান সংকট। ২০১৮ সালে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধন করা হলেও জনবলসংকট ও অবকাঠামোর অভাবে সেটি আজও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। তারা বলছে, সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না। ফলে পুরোনো ভবনে
৭ ঘণ্টা আগে