Ajker Patrika

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আজ বুধবার দুপুরে দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকা নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ারুল হক। তিনি জানান, নিহত সাইফুল ইসলাম কিশোরগঞ্জের ভৈরব থানার জগন্নাথপুর মধ্যপাড়ার আবদুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয়ের সামনে ওভারব্রিজের নিচে গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে অপার কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং এর হেলপার সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে। পরে লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ারুল হক বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান দুটি ও লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত