Ajker Patrika

কক্সবাজারে পাহাড় ধসে দুই রোহিঙ্গার মৃত্যু

প্রতিনিধি
কক্সবাজারে পাহাড় ধসে দুই রোহিঙ্গার মৃত্যু

উখিয়া (কক্সবাজার): ভারী বৃষ্টিতে কক্সবাজারের দুটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উখিয়ায় পালংখালীর ময়নার ঘোনা রোহিঙ্গা শিবির এবং দুপুর ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং চাকমাকূল রোহিঙ্গা শিবিরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন, উখিয়ায় পালংখালীর ময়নার ঘোনার ১২ নম্বর ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা অছির আহমদের ছেলে রহিম উল্লাহ (৩২) ও টেকনাফের হোয়াইক্যং চাকমার কূল ক্যাম্প নম্বর ২১, ব্লক-এ/ ২,১৮ নম্বর ঘরের বাসিন্দা মোহাম্মদ শাকেরের স্ত্রী নুর হাসিনা (২০)। 

এ তথ্য নিশ্চিত করেছেন এপিবিএন–৮–এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান। 

পুলিশ সূত্র জানায়, আজ সকাল ১০টার দিয়ে উখিয়ার পালংখালীর ময়নার ঘোনা পুলিশ ক্যাম্প–১২–এর আওতাধীন এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্প ১২, ব্লক-জে/৭–এ শেল্টারের পাশে মাটি কাটতে গিয়ে পাহাড়ের মাটি ধসে পড়ে রহিম উল্লাহ মারা যান। অন্যদিকে একই দিন বেলা ১টার দিকে প্রচণ্ড বৃষ্টিতে বসতঘরের পাশের পাহাড়ের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে নুর হাসিনা মাটিতে চাপা পড়ে যান। এ সময় প্রতিবেশীরা খবর পেয়ে নুর হাসিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত