Ajker Patrika

কুতুবদিয়ায় বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কুতুবদিয়ায় বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রতিনিয়ত বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। উপজেলায় গত সেপ্টেম্বর মাসে উপজেলা হাসপাতালে মোট ৭৪১ জন ভর্তি রোগীর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ছিল ৩৯০ জন ও নিউমোনিয়ায় ৩০ জন। এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ার্ড ইনচার্জ সালাহ উদ্দিন। 

হাসপাতাল ঘুরে দেখা যায়, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের নিয়ে অস্থির দিন কাটাচ্ছেন অভিভাবকেরা। 

উত্তর ধুরুং থেকে শিশু সন্তানকে নিয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে হাসপাতালে আছেন রহিমা। শিশুর ডায়রিয়া কোনোমতেই ভালো হচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। শুধু তাই নয় কৈয়ারবিল, লেমশীখালী ও আলী আকবর ডেইল থেকে আসা অভিভাবকেরা ডায়রিয়া আক্রান্ত শিশুদের নিয়ে নির্ঘুম রাত্রি যাপন করছেন। 

এ বিষয়ে ওয়ার্ড ইনচার্জ সালাহ উদ্দিন বলেন, গত ১ অক্টোবর মোট ভর্তি ২৮ রোগীর মধ্যে ১৩ জনই ডায়রিয়া আক্রান্ত ছিল। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত সেপ্টেম্বর মাসে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। যদিও এটি একটি মৌসুমি রোগ। এ সময়ে ডায়রিয়ার প্রকোপটা একটু বেশি দেখা যায়। 

ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সকল প্রকার ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দিন দিন রোগীদের চাপ বাড়ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত