ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
দেশের বিভিন্ন নদ-নদীতে দেখা মেলে সাকার মাছ বা সাকার মাউথ ক্যাট ফিশের। এই মাছ এখন পাওয়া যাচ্ছে খাল ও বিভিন্ন জলাশয়েও। এ নিয়ে উদ্বিগ্ন জেলে ও স্থানীয়রা। চাঁদপুরের ফরিদগঞ্জে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সোবান গ্রামে আজ বুধবার এক জলাশয়ে পাওয়া গেছে এই মাছ। এর আগে রোববার উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা বাজারের পাশে একটি খালে মাছ ধরার সময় জালে আটকা পড়ে সাকার মাছ।
গত কয়েক দিনের বৃষ্টির পানির স্রোতে মাছটি ভেসে জলাশয়ে এসেছে বলে ধারণা জেলে ও স্থানীয়দের। এই মাছ অধিক পরিমাণে বিস্তার লাভ করলে দেশীয় প্রজাতির মাছসহ মৎস্য খাতের উৎপাদন হুমকির মুখে পড়বে বলে ধারণা তাঁদের।
সোবান গ্রামের মফিজুল হক বলেন, ‘নদীতে জাল ফেললে দেশীয় প্রজাতির কয়েকটি মাছের সঙ্গে একটি সাকার মাছও ওঠে। জালের ওপর দিয়ে মাছটি প্রথমে দেখে সাপ মনে করে ভয় পেয়েছি। জাল খোলার পর দেখি সাকার মাছ। পরে নদীতে ফেলে দিয়েছি।’
এদিকে বালিথুবা এলাকার আরিফ হোসেন বলেন, ‘মাছটি প্রথম দেখে ভয় লেগেছিল। কারণ এর আগে এ ধরনের মাছ কখনো দেখিনি এবং মাছের নামটিও জানা ছিল না।’
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, সাকার মাছের জন্ম অবস্থান দক্ষিণ আফ্রিকায়। ভয়ংকর এই মাছ অ্যাকোরিয়ামে রাখার জন্য আশির দশকে বাংলাদেশে নিয়ে আসা হয়। পরে অ্যাকোরিয়াম ছাড়িয়ে দেশের প্রায় সব মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়ে মাছটি। শখের সাকার মাছ এখন সব জলাশয়ে বিষ ছড়াচ্ছে। মাছটি একবার কোনো জলাশয়ে ঢুকে পড়লে এর বিস্তার রোধ করা খুব কঠিন।
চাষের পুকুরে এই মাছ ঢুকে পড়লে অন্য মাছের সঙ্গে খাবার ও বাসস্থান নিয়ে প্রতিযোগিতা শুরু করে। এতে বাইরে থেকে পর্যাপ্ত খাবার দিলেও মাছের কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যায় না। নিষিদ্ধ এই মাছ সব ধরনের মাছের খাদ্য, রেণু ও ডিম খায়। এ ছাড়া জলাশয়ের নিচে থাকা পচনশীল খাদ্য খাওয়াসহ এর শরীরে থাকা ভয়ানক কাঁটা দিয়ে অন্য সব মাছকে আঘাত করে মেরে ফেলতে পারে। এতে দেশের মৎস্য খাত হুমকিতে পড়েছে। সাকার মাছটি লবণাক্ত কিংবা মারাত্মক দূষিত কালচে পানিতে বাঁচতে পারে বলে জানায় উপজেলা মৎস্য কার্যালয়।
রামপুর এলাকার কবির হোসেন নামে এক যুবক বলেন, ‘ডাকাতিয়া নদীতে জাল ফেলতে গিয়ে সাকার মাছটি আমিও পেয়েছি। পরে আবার পানিতে ছেড়ে দিয়েছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘এটি নিষিদ্ধ এবং রাক্ষস প্রজাতির মাছ। পুকুরে ও জলাশয়ে ছড়িয়ে পড়লে দেশীয় প্রজাতির মাছের চাষ হুমকির মুখে পড়বে। মাছটি যেখানে পাওয়া যাবে বা যাঁরা পাবেন, তাঁরা যেন মাটিতে পুঁতে ফেলেন।’
দেশের বিভিন্ন নদ-নদীতে দেখা মেলে সাকার মাছ বা সাকার মাউথ ক্যাট ফিশের। এই মাছ এখন পাওয়া যাচ্ছে খাল ও বিভিন্ন জলাশয়েও। এ নিয়ে উদ্বিগ্ন জেলে ও স্থানীয়রা। চাঁদপুরের ফরিদগঞ্জে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সোবান গ্রামে আজ বুধবার এক জলাশয়ে পাওয়া গেছে এই মাছ। এর আগে রোববার উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা বাজারের পাশে একটি খালে মাছ ধরার সময় জালে আটকা পড়ে সাকার মাছ।
গত কয়েক দিনের বৃষ্টির পানির স্রোতে মাছটি ভেসে জলাশয়ে এসেছে বলে ধারণা জেলে ও স্থানীয়দের। এই মাছ অধিক পরিমাণে বিস্তার লাভ করলে দেশীয় প্রজাতির মাছসহ মৎস্য খাতের উৎপাদন হুমকির মুখে পড়বে বলে ধারণা তাঁদের।
সোবান গ্রামের মফিজুল হক বলেন, ‘নদীতে জাল ফেললে দেশীয় প্রজাতির কয়েকটি মাছের সঙ্গে একটি সাকার মাছও ওঠে। জালের ওপর দিয়ে মাছটি প্রথমে দেখে সাপ মনে করে ভয় পেয়েছি। জাল খোলার পর দেখি সাকার মাছ। পরে নদীতে ফেলে দিয়েছি।’
এদিকে বালিথুবা এলাকার আরিফ হোসেন বলেন, ‘মাছটি প্রথম দেখে ভয় লেগেছিল। কারণ এর আগে এ ধরনের মাছ কখনো দেখিনি এবং মাছের নামটিও জানা ছিল না।’
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, সাকার মাছের জন্ম অবস্থান দক্ষিণ আফ্রিকায়। ভয়ংকর এই মাছ অ্যাকোরিয়ামে রাখার জন্য আশির দশকে বাংলাদেশে নিয়ে আসা হয়। পরে অ্যাকোরিয়াম ছাড়িয়ে দেশের প্রায় সব মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়ে মাছটি। শখের সাকার মাছ এখন সব জলাশয়ে বিষ ছড়াচ্ছে। মাছটি একবার কোনো জলাশয়ে ঢুকে পড়লে এর বিস্তার রোধ করা খুব কঠিন।
চাষের পুকুরে এই মাছ ঢুকে পড়লে অন্য মাছের সঙ্গে খাবার ও বাসস্থান নিয়ে প্রতিযোগিতা শুরু করে। এতে বাইরে থেকে পর্যাপ্ত খাবার দিলেও মাছের কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যায় না। নিষিদ্ধ এই মাছ সব ধরনের মাছের খাদ্য, রেণু ও ডিম খায়। এ ছাড়া জলাশয়ের নিচে থাকা পচনশীল খাদ্য খাওয়াসহ এর শরীরে থাকা ভয়ানক কাঁটা দিয়ে অন্য সব মাছকে আঘাত করে মেরে ফেলতে পারে। এতে দেশের মৎস্য খাত হুমকিতে পড়েছে। সাকার মাছটি লবণাক্ত কিংবা মারাত্মক দূষিত কালচে পানিতে বাঁচতে পারে বলে জানায় উপজেলা মৎস্য কার্যালয়।
রামপুর এলাকার কবির হোসেন নামে এক যুবক বলেন, ‘ডাকাতিয়া নদীতে জাল ফেলতে গিয়ে সাকার মাছটি আমিও পেয়েছি। পরে আবার পানিতে ছেড়ে দিয়েছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘এটি নিষিদ্ধ এবং রাক্ষস প্রজাতির মাছ। পুকুরে ও জলাশয়ে ছড়িয়ে পড়লে দেশীয় প্রজাতির মাছের চাষ হুমকির মুখে পড়বে। মাছটি যেখানে পাওয়া যাবে বা যাঁরা পাবেন, তাঁরা যেন মাটিতে পুঁতে ফেলেন।’
মানিকগঞ্জের সিঙ্গাইরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজগর আলী (৬০) রায়দক্ষিণ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকায়
১৬ মিনিট আগেরাজধানীর উত্তরায় এক যুবককে প্রাইভেটকারে তুলে অপহরণের ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রাইভেটকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. হাসানুজ্জামান শাওন (৩৬) ও মো. আমির হোসেন (৩২)। দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই রিমান্ড মঞ্জুর করেন।
৩১ মিনিট আগেগাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে পৌরসভার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল পালোয়ান (৪৬)। তিনি দুর্বাটির মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে।
৪৩ মিনিট আগে