Ajker Patrika

চট্টগ্রামে খেলাপি ঋণ আদায়ে ৩ ব্যবসায়ীর নামে পরোয়ানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে খেলাপি ঋণ আদায়ে ৩ ব্যবসায়ীর নামে পরোয়ানা 

চট্টগ্রামে ১০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে নগরীর কালুরঘাট শিল্প এলাকার কাশ্মীর গার্মেন্টসের তিন পরিচালকের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। আজ বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। 

পরোয়ানাপ্রাপ্ত তিনবিবাদী হচ্ছেন–মাহিয়া বেগম, নাদিয়া বেগম ও আবদুল মুমিন। এর মধ্যে বিবাদী মাহিয়া ও নাদিয়া আবদুল মমিনের মেয়ে। 

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ১০ বছরের পুরোনো এই খেলাপি ঋণ পরিশোধে বিবাদীদের বাধ্য করার অংশ হিসেবে আদালতের পক্ষ থেকে উল্লেখিত আদেশ এসেছে।’ 

 মামলার আরজি থেকে প্রাপ্ত তথ্যমতে, ব্যবসায় বিনিয়োগের অংশ হিসেবে এক্সিম ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় বিবাদীদের বিরুদ্ধে ২০১৩ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয়। পরে ২০১৫ সালে ঋণের টাকা উদ্ধারে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়। মামলায় বিচারিক কার্যক্রম পরিচালনার সর্বশেষ অবস্থায় বিবাদীদের কাছে ব্যাংকের পাওনা দাঁড়ায় ১০ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২১ টাকা। 

এই ঋণ আদায় করতে না পেরে গতকাল ব্যাংকের আইনজীবী ড. মো. শফিকুল ইসলাম চৌধুরী বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আদালতে। এর প্রেক্ষিতে আজ বিচারক বিবাদীদের প্রত্যেককে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত