Ajker Patrika

চট্টগ্রামে খেলাপি ঋণ আদায়ে ৩ ব্যবসায়ীর নামে পরোয়ানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে খেলাপি ঋণ আদায়ে ৩ ব্যবসায়ীর নামে পরোয়ানা 

চট্টগ্রামে ১০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে নগরীর কালুরঘাট শিল্প এলাকার কাশ্মীর গার্মেন্টসের তিন পরিচালকের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। আজ বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। 

পরোয়ানাপ্রাপ্ত তিনবিবাদী হচ্ছেন–মাহিয়া বেগম, নাদিয়া বেগম ও আবদুল মুমিন। এর মধ্যে বিবাদী মাহিয়া ও নাদিয়া আবদুল মমিনের মেয়ে। 

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ১০ বছরের পুরোনো এই খেলাপি ঋণ পরিশোধে বিবাদীদের বাধ্য করার অংশ হিসেবে আদালতের পক্ষ থেকে উল্লেখিত আদেশ এসেছে।’ 

 মামলার আরজি থেকে প্রাপ্ত তথ্যমতে, ব্যবসায় বিনিয়োগের অংশ হিসেবে এক্সিম ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় বিবাদীদের বিরুদ্ধে ২০১৩ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয়। পরে ২০১৫ সালে ঋণের টাকা উদ্ধারে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়। মামলায় বিচারিক কার্যক্রম পরিচালনার সর্বশেষ অবস্থায় বিবাদীদের কাছে ব্যাংকের পাওনা দাঁড়ায় ১০ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২১ টাকা। 

এই ঋণ আদায় করতে না পেরে গতকাল ব্যাংকের আইনজীবী ড. মো. শফিকুল ইসলাম চৌধুরী বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আদালতে। এর প্রেক্ষিতে আজ বিচারক বিবাদীদের প্রত্যেককে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত