Ajker Patrika

চবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় হাটহাজারী কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় হাটহাজারী কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

যৌন নিপীড়নের অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

সাময়িকভাবে ছাত্রত্ব বাতিল হওয়া দুই শিক্ষার্থী হলেন, চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মোহাম্মদ নূর হোসেন শাওন ও ডিগ্রি পাস কোর্সের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ আব্দুল মান্নান। 

গত ১৭ জুলাই রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতার হলের পাশে এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে অজ্ঞাত পাঁচ যুবকের বিরুদ্ধে। ওই সময় ভুক্তভোগী ও তাঁর এক বন্ধুকে ঘণ্টাখানেক আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত ও ভিডিওধারণের অভিযোগ ওঠে। 

এ ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁদের মধ্যে দুজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ও বাকিরা হাটহাজারী কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় এরই মধ্যে চবির দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন। বহিষ্কৃত দুজন হলেন—ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু (২২)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত