Ajker Patrika

সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, কিশোরের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত কিশোর। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত কিশোর। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে এক কিশোর আহত হয়েছে। তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন এবং ডান পা ও ডান হাতে আঘাত লেগেছে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ফুলতলীতে এ ঘটনা ঘটে। জায়গাটি সীমান্তের ৪৮ নম্বর পিলারের নাফাইঙ্গার শিয়া বা লকেরটাল এলাকার কাছাকাছি শূন্যরেখাতে।

আহত কিশোরের নাম সিরাজুল ইসলাম ওরফে ধলা পুতিয়া (১৫)। সে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুরাপাড়ার (মলাবিল) নুরুল ইসলামের ছেলে। সিরাজুল ইয়াবা চোরাচালানে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

দুজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে দুই কিশোর ও দুই যুবক বাংলাদেশ-মিয়ানমার সীমানা পার হয়ে বেন্ডুলা ইয়াবা হাটে রওনা দেন। পথে শূন্যরেখায় যাওয়ামাত্র দলের প্রথমে থাকা কিশোর সিরাজুলের পা ল্যান্ডমাইনের তার স্পর্শ করে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে সে আহত হয়। ভয়ে বাকিরা পালিয়ে বাংলাদেশে ফেরত চলে আসেন।

আহত সিরাজুলকে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতাল এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান স্বজনেরা।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস। এই কর্মকর্তা বলেন, তিনি সদ্য যোগদান করেছেন। এর পর থেকে নানাভাবে ২০টির অধিক সচেতনতামূলক সভা করেছেন। যেন কোনো বাংলাদেশি নাগরিক সীমান্তে না যান। কারণ, সীমান্ত এলাকা এখন ভারি ঝুঁকিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত