Ajker Patrika

নোয়াখালীতে বৃদ্ধার মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা পুলিশের

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৪, ১২: ৩৬
নোয়াখালীতে বৃদ্ধার মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা পুলিশের

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন থেকে ফিরোজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে ধানশালিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত বাড়ির পুকুরপাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত ফিরোজা বেগম পঞ্চায়েত বাড়ির মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক বছর আগে স্বামী মারা যান ফিরোজা বেগমের। ছোট ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে বাড়িতে থাকতেন ফিরোজা। কয়েক মাস আগে ছোট ছেলে বিদেশে যাওয়ার পর ছেলের বউ আর বৃদ্ধা থাকতেন একসঙ্গে। কয়েক দিন আগে ছেলের বউ বেড়াতে বাবার বাড়িতে গেলে ঘরে একাই ছিলেন ফিরোজা। শনিবার সকালে আশপাশের বাড়ির লোকজন ফিরোজার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তাকে না দেখে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পুকুরপাড়ে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। 

কবিরহাট থানার ওসি হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাক দিয়ে রক্ত যাওয়ার চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। রহস্য উদ্‌ঘাটনের জন্য চেষ্টা করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত