নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে একটি ওয়ার্ডে রোগী ভর্তি করা নিয়ে ছাত্রলীগের শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে নার্স-স্টাফদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এর মধ্যে এক অন্তঃসত্ত্বা নার্সকে ছাত্রলীগের ওই কর্মী লাথি মারার অভিযোগ উঠেছে। তবে অভিযোগটি ভিত্তিহীন বলছে ছাত্রলীগ। এটিকে ষড়যন্ত্রের অংশ বলে মনে করেছেন তাঁরা।
এই ঘটনায় আজ মঙ্গলবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চমেকের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্স-স্টাফরা। এই সময় চিকিৎসাধীন থাকা শত শত রোগী বিপাকে পড়েন। বর্তমানে সীতাকুণ্ডে আহত ৯০ জন রোগী বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন।
চমেক হাসপাতালের সিনিয়র নার্স দীপ্ত মল্লিক আজকের পত্রিকাকে জানান, আজ বিকেলে ২৬ নম্বর ওয়ার্ডে পঞ্চম বর্ষের শিক্ষার্থী এক রোগী নিয়ে যান। ওই সময় দায়িত্বে ছিলেন নার্স আকলিমা। তিনি এন্ট্রি খাতায় মোবাইল নম্বর লেখার জন্য দ্বিতীয়বার ফোন নম্বর জানতে চান। এ সময় রোগীর সঙ্গে থাকা ওই শিক্ষার্থী বলেন ‘আপনি কি কানে কম শোনেন’ এই বলে উত্তেজিত হয়ে যান। পরে নিজেকে ছাত্রলীগের পরিচয় দেন। এই ঘটনার প্রতিবাদ করলে আরেক ওয়ার্ডবয়কেও বেধড়ক মারধর করেন তিনি।
দীপ্ত মল্লিক বলেন, তর্কাতর্কির একপর্যায়ে ওই শিক্ষার্থী নার্সকে লাথি মেরে বসেন। অথচ তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। ওই ওয়ার্ডের বয় ও অন্যান্য নার্সরা এগিয়ে আসলে ছাত্রলীগ পরিচয় দেওয়া শিক্ষার্থী ফোন করে আরও ১০-১৫ জন ছাত্রলীগ কর্মী নিয়ে আসেন। এরপর তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। ঘটনা ছড়িয়ে পড়লে চমেকের সব নার্স ওয়ার্ডবয়রা ছুটে এসে প্রতিবাদ জানান। এ ঘটনায় আহত ওই নার্স ও ওয়ার্ডবয় চমেকে চিকিৎসাধীন আছেন।
২৬ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগ ও নার্সদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা এক নার্সকে লাইভ দিতে দেখা গেছে। সেই ভিডিওতে ওই নার্স চিৎকার করে বলেন, দেখেন নার্সদের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা করছে। একজনকে মেরে আহত করেছে। এই সময় ছাত্রলীগের এক কর্মী তেড়ে এসে এক ওয়ার্ডবয়কে মারধর করে।
এ বিষয়ে জানতে চমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি কে এম তানভীর বলেন, ‘তাঁদের অভিযোগ ভিত্তিহীন। তাঁরা জোনাইদ সাকীর সঙ্গে দল বেধে বরং আমাদের কর্মীদের ওপর হামলা করেছে। এমনকি এক ডাক্তারের ওপরও হামলা করতে পিছপা হয়নি।’
চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষকেই ডেকেছি। তাঁদের সঙ্গে কথা বলব। কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে একটি ওয়ার্ডে রোগী ভর্তি করা নিয়ে ছাত্রলীগের শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে নার্স-স্টাফদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এর মধ্যে এক অন্তঃসত্ত্বা নার্সকে ছাত্রলীগের ওই কর্মী লাথি মারার অভিযোগ উঠেছে। তবে অভিযোগটি ভিত্তিহীন বলছে ছাত্রলীগ। এটিকে ষড়যন্ত্রের অংশ বলে মনে করেছেন তাঁরা।
এই ঘটনায় আজ মঙ্গলবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চমেকের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্স-স্টাফরা। এই সময় চিকিৎসাধীন থাকা শত শত রোগী বিপাকে পড়েন। বর্তমানে সীতাকুণ্ডে আহত ৯০ জন রোগী বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন।
চমেক হাসপাতালের সিনিয়র নার্স দীপ্ত মল্লিক আজকের পত্রিকাকে জানান, আজ বিকেলে ২৬ নম্বর ওয়ার্ডে পঞ্চম বর্ষের শিক্ষার্থী এক রোগী নিয়ে যান। ওই সময় দায়িত্বে ছিলেন নার্স আকলিমা। তিনি এন্ট্রি খাতায় মোবাইল নম্বর লেখার জন্য দ্বিতীয়বার ফোন নম্বর জানতে চান। এ সময় রোগীর সঙ্গে থাকা ওই শিক্ষার্থী বলেন ‘আপনি কি কানে কম শোনেন’ এই বলে উত্তেজিত হয়ে যান। পরে নিজেকে ছাত্রলীগের পরিচয় দেন। এই ঘটনার প্রতিবাদ করলে আরেক ওয়ার্ডবয়কেও বেধড়ক মারধর করেন তিনি।
দীপ্ত মল্লিক বলেন, তর্কাতর্কির একপর্যায়ে ওই শিক্ষার্থী নার্সকে লাথি মেরে বসেন। অথচ তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। ওই ওয়ার্ডের বয় ও অন্যান্য নার্সরা এগিয়ে আসলে ছাত্রলীগ পরিচয় দেওয়া শিক্ষার্থী ফোন করে আরও ১০-১৫ জন ছাত্রলীগ কর্মী নিয়ে আসেন। এরপর তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। ঘটনা ছড়িয়ে পড়লে চমেকের সব নার্স ওয়ার্ডবয়রা ছুটে এসে প্রতিবাদ জানান। এ ঘটনায় আহত ওই নার্স ও ওয়ার্ডবয় চমেকে চিকিৎসাধীন আছেন।
২৬ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগ ও নার্সদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা এক নার্সকে লাইভ দিতে দেখা গেছে। সেই ভিডিওতে ওই নার্স চিৎকার করে বলেন, দেখেন নার্সদের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা করছে। একজনকে মেরে আহত করেছে। এই সময় ছাত্রলীগের এক কর্মী তেড়ে এসে এক ওয়ার্ডবয়কে মারধর করে।
এ বিষয়ে জানতে চমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি কে এম তানভীর বলেন, ‘তাঁদের অভিযোগ ভিত্তিহীন। তাঁরা জোনাইদ সাকীর সঙ্গে দল বেধে বরং আমাদের কর্মীদের ওপর হামলা করেছে। এমনকি এক ডাক্তারের ওপরও হামলা করতে পিছপা হয়নি।’
চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষকেই ডেকেছি। তাঁদের সঙ্গে কথা বলব। কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
১২ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
২৬ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
৪৩ মিনিট আগে