Ajker Patrika

মতলব দক্ষিণে ৩ বছর ধরে নদীতে ডুবে আছে ফেরি

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২২: ২১
মতলব দক্ষিণে ৩ বছর ধরে নদীতে ডুবে আছে ফেরি

চাঁদপুর জেলা সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের অবহেলায় মতলব সেতুর নিচে নদীর পানিতে তিন বছর ধরে ডুবে আছে ফেরিসহ যন্ত্রাংশ। চাঁদপুরের মতলব দক্ষিণের ধনাগোদা এলাকায় পড়ে থাকা এই ফেরিটি দেখার মতো নেই কেউ। এতে করে নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ। 

সরেজমিনে দেখা যায়, কচুরিপানা আবৃত করে রেখেছে ফেরিটি। তিন বছর আগে মতলব সেতুর উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত সেতুর নির্মাণকাজে ব্যবহৃত ফেরিটি অযত্ন-অবহেলায় পড়ে আছে পানির নিচে। 

সড়ক ও জনপথের কর্মকর্তা ও কর্মচারীরা প্রায় প্রতিদিন এই সেতু দিয়ে চলাচল করলেও এটি উদ্ধারে নীরব ভূমিকা পালন করছেন তাঁরা। স্থানীয় লোকজন জানান, সরকারের এত গুরুত্বপূর্ণ সম্পদ এভাবে পানির নিচে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়ছে না। এ ব্যাপারে সরকারের রাজস্ব রক্ষায় যোগাযোগমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন তাঁরা। 

এ বিষয়ে চাঁদপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি যান্ত্রিক শাখার দায়িত্বে রয়েছে। ফেরিটি সরিয়ে নেওয়ার জন্য আমি তাদের চিঠি দিয়েছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত