নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
গ্যাস-সংকটে বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এ ছাড়া গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডেও (এএফসিসিএল)।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান কারখানাটির উৎপাদন বন্ধের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্যাস-সংকটের কারণে ১৮ জানুয়ারি রাত থেকেই সিইউএফএল বন্ধ রাখা হয়েছে। বন্ধের আগপর্যন্ত সিইউএফএল প্রতিদিন ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন হতো। গ্যাস-সংকট স্বাভাবিক হলে আবার কারখানা চালু হবে।
আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাশ বলেন, ‘গ্যাসের চাপ কম থাকায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন কমে গেছে। উৎপাদন কমার আগে এএফসিসিএলে দৈনিক ১ হাজার ২০০ টন সার উৎপাদন হতো।
বিসিআইসি সূত্র বলেছে, দেশে মোট ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ লাখ টন দেশীয় কারখানাগুলো উৎপাদন করে। বাকি ১৭ লাখ টন কাফকো ও বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমানে দেশীয় কারখানাগুলো বন্ধ থাকায় সার আমদানি বাড়ানোর দিকে জোর দিচ্ছে বিসিআইসি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস-সংকটের কারণে ২০২২ সালের নভেম্বরে একবার সিইউএফএলে উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৫ নভেম্বর আবার কারখানাটি চালু হয়। এরপর ১৮ জানুয়ারি রাতে কারখানাটি বন্ধ হয়ে যায়। এ ছাড়া একই কারণে গত বছরের মার্চ থেকে এএফসিসিএলে উৎপাদন বন্ধ ছিল। গত ডিসেম্বরে পুনরায় কারখানাটি চালু হয়। এদিকে গত ৫ সেপ্টেম্বর থেকে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) উৎপাদন বন্ধ হয়। ৭৩ দিন পর ১৮ নভেম্বর এখানে উৎপাদন শুরু হয়। কিন্তু ১৫ জানুয়ারি বিকেলে আবার এই কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
গ্যাস-সংকটে বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এ ছাড়া গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডেও (এএফসিসিএল)।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান কারখানাটির উৎপাদন বন্ধের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্যাস-সংকটের কারণে ১৮ জানুয়ারি রাত থেকেই সিইউএফএল বন্ধ রাখা হয়েছে। বন্ধের আগপর্যন্ত সিইউএফএল প্রতিদিন ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন হতো। গ্যাস-সংকট স্বাভাবিক হলে আবার কারখানা চালু হবে।
আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাশ বলেন, ‘গ্যাসের চাপ কম থাকায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন কমে গেছে। উৎপাদন কমার আগে এএফসিসিএলে দৈনিক ১ হাজার ২০০ টন সার উৎপাদন হতো।
বিসিআইসি সূত্র বলেছে, দেশে মোট ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ লাখ টন দেশীয় কারখানাগুলো উৎপাদন করে। বাকি ১৭ লাখ টন কাফকো ও বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমানে দেশীয় কারখানাগুলো বন্ধ থাকায় সার আমদানি বাড়ানোর দিকে জোর দিচ্ছে বিসিআইসি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস-সংকটের কারণে ২০২২ সালের নভেম্বরে একবার সিইউএফএলে উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৫ নভেম্বর আবার কারখানাটি চালু হয়। এরপর ১৮ জানুয়ারি রাতে কারখানাটি বন্ধ হয়ে যায়। এ ছাড়া একই কারণে গত বছরের মার্চ থেকে এএফসিসিএলে উৎপাদন বন্ধ ছিল। গত ডিসেম্বরে পুনরায় কারখানাটি চালু হয়। এদিকে গত ৫ সেপ্টেম্বর থেকে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) উৎপাদন বন্ধ হয়। ৭৩ দিন পর ১৮ নভেম্বর এখানে উৎপাদন শুরু হয়। কিন্তু ১৫ জানুয়ারি বিকেলে আবার এই কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে সারিয়াকান্দির দেবডাঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের দুই ছেলে মনমথ হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮)।
২ মিনিট আগেনওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে সদর উপজেলার সরিষাহাটির মোড় এলাকার সাততলা ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেঝালকাঠির সুগন্ধা নদীতে ভাঙনরোধে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে মোছলেউদ্দিন মোল্লা (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ মে) সকাল ১০টার দিকে ঝালকাঠি পুলিশ লাইনসের সামনে সুগন্ধা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
২১ মিনিট আগেচিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে প্রতিবছর বাংলাদেশের প্রায় ৫০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের (বিএসএনএস) চার দিনব্যাপী
২৮ মিনিট আগে