Ajker Patrika

মতলব উত্তরে কিশোর-কিশোরীর আত্মহত্যা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৫
মতলব উত্তরে কিশোর-কিশোরীর আত্মহত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক কিশোরী-কিশোরী একসঙ্গে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রেমে ব্যর্থ হয়ে ফুপাতো ভাই (১৫) ও মামাতো বোন (১২) এই পথ বেছে নিয়েছে বলে জানান স্থানীয়রা। 

পুলিশ জানায়, তারা বিষ পান করার পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। আজ রোববার ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ চাঁদপুর মর্গে পাঠায় থানার পুলিশ। 

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর বাড়িতে থাকত ওই কিশোর। তার মামা চারটি বিয়ে করেন। ওই কিশোরী তৃতীয় সংসারের মেয়ে। ওই কিশোরীর মায়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বাবার সংসারেই থাকত সে। কিশোরের মামার চতুর্থ স্ত্রীর সঙ্গে থাকত সে। 

কিশোরের মামার চতুর্থ স্ত্রী জানান, গতকাল শনিবার সন্ধ্যায় ঘরে এসে দেখেন তাঁর মেয়ে উদ্ভট শব্দ করছে। তাকে জিজ্ঞেস করলে সে কিছুই বলেনি। এর কিছুক্ষণ পরে আবার তাঁর ফুপাতো ভাইয়ের একই অবস্থায় দেখেন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে জানতে পারেন তারা বিষপান করেছে। কিন্তু কেন তারা বিষ পান করল, তা বুজতে পারছেন না বলে জানান তিনি। 

প্রতিবেশী আ. মতিনসহ কয়েকজন জানান, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হয়তো এই সম্পর্কের জের ধরেই আত্মহত্যা করেছে। কিশোর এবার দশম শ্রেণির ছাত্র এবং কিশোরী চতুর্থ শ্রেণির ছাত্রী। 

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, তাদের মরদেহ এনে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে সত্যতা জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত