আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে মুরং সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আলীকদম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মুরং জনগোষ্ঠীর নারী-পুরুষ এবং ছাত্রছাত্রীদের নিয়ে এ সম্মেলন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মনজুরুল হাসান।
এ সময় মনজুরুল হাসান বলেন, মুরং সম্প্রদায় সেনাবাহিনীদের সঙ্গে থেকে পাহাড়ে সন্ত্রাস নির্মূলে নানাভাবে ভূমিকা রাখছে। তাঁরা মুরং বাহিনী গঠন করে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হয়ে পাহাড়ের শান্তি বজায় রাখছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী ম্রো জনগোষ্ঠী ও তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া সুযোগ তৈরি করে দিয়েছে। মুরং সম্প্রদায়ের জন্য আলাদা হোস্টেল তৈরি করা হয়েছে। এ ছাড়া চিকিৎসাসেবা এবং ম্রো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম ৩১ বীর জোন কমান্ডার লে. কর্নেল সাব্বির হাসান, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুস্তাফা কামাল, লামা পৌরসভার মেয়র জহির উদ্দিন প্রমুখ।
আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, আশির দশকের দিকে আলীকদম উপজেলায় সশস্ত্র শান্তি বাহিনীর তৎপরতায় জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছিল। বাহিনীর চাঁদাবাজি, গুম, হত্যাকাণ্ড ও ধর্ষণের কারণে পার্বত্য এলাকা আতঙ্কের রাজ্যে পরিণত হয়েছিল। সে সময় সেনাবাহিনীর সশস্ত্র অভিযানে সন্ত্রাসী শান্তি বাহিনীকে নির্মূল করতে মুরং বাহিনী কাজ করেছিল।
এদিকে মুরং সম্মেলন ও মতবিনিময় সভায় মুরং জনগোষ্ঠীর মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া মুরং ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। মুরং জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের অংশগ্রহণ এবং স্থানীয় শিল্পীগোষ্ঠীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলন শেষ হয়।
বান্দরবানের আলীকদমে মুরং সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আলীকদম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মুরং জনগোষ্ঠীর নারী-পুরুষ এবং ছাত্রছাত্রীদের নিয়ে এ সম্মেলন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মনজুরুল হাসান।
এ সময় মনজুরুল হাসান বলেন, মুরং সম্প্রদায় সেনাবাহিনীদের সঙ্গে থেকে পাহাড়ে সন্ত্রাস নির্মূলে নানাভাবে ভূমিকা রাখছে। তাঁরা মুরং বাহিনী গঠন করে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হয়ে পাহাড়ের শান্তি বজায় রাখছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী ম্রো জনগোষ্ঠী ও তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া সুযোগ তৈরি করে দিয়েছে। মুরং সম্প্রদায়ের জন্য আলাদা হোস্টেল তৈরি করা হয়েছে। এ ছাড়া চিকিৎসাসেবা এবং ম্রো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম ৩১ বীর জোন কমান্ডার লে. কর্নেল সাব্বির হাসান, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুস্তাফা কামাল, লামা পৌরসভার মেয়র জহির উদ্দিন প্রমুখ।
আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, আশির দশকের দিকে আলীকদম উপজেলায় সশস্ত্র শান্তি বাহিনীর তৎপরতায় জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছিল। বাহিনীর চাঁদাবাজি, গুম, হত্যাকাণ্ড ও ধর্ষণের কারণে পার্বত্য এলাকা আতঙ্কের রাজ্যে পরিণত হয়েছিল। সে সময় সেনাবাহিনীর সশস্ত্র অভিযানে সন্ত্রাসী শান্তি বাহিনীকে নির্মূল করতে মুরং বাহিনী কাজ করেছিল।
এদিকে মুরং সম্মেলন ও মতবিনিময় সভায় মুরং জনগোষ্ঠীর মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া মুরং ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। মুরং জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের অংশগ্রহণ এবং স্থানীয় শিল্পীগোষ্ঠীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলন শেষ হয়।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১৬ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগেসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের বুক সর্টার অর্পনা কুমারীকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের গুরুতর অভিযোগের তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেয়।
২৭ মিনিট আগে