Ajker Patrika

নবীনগরে পুকুরে ভাসছিল ৪ মাসের শিশুর মরদেহ, মা কারাগারে

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নবীনগরে পুকুরে ভাসছিল ৪ মাসের শিশুর মরদেহ, মা কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে চার মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার মাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

এ ঘটনায় আজ রোববার নিহত শিশুটির চাচা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করলে ওই নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গতকাল শনিবার শিশুটির মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে থানায় নেয় পুলিশ। 

গতকাল শনিবার সকালে উপজেলার বিদ্যাকুট গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেন স্থানীয়রা। 

নিহত শিশুটির নাম—হাজেরা। সে বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লাহ ও রোমা বেগমের মেয়ে। এ ঘটনায় কারাগারে রয়েছেন রোমা বেগম। 

এ ঘটনায় সন্তানকে হত্যার পর পুকুরের পানিতে মরদেহ ফেলে দেওয়ার অভিযোগে মামলা করেছেন নিহত শিশুর চাচা দেলোয়ার হোসেন। 

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম এ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘পুকুরের পানিতে শিশুর ভাসমান লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে আটক করা হয়। প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছেন শিশুটির মা রুমা বেগম।’ 

তিনি আরও বলেন, ‘পরে ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত