Ajker Patrika

চট্টগ্রাম কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চার মাস দায়িত্ব পালনের পর তাঁকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা–২ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চতুর্দশ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৩ সালে শিক্ষা ক্যাডারে যোগদান করেন।

কর্মজীবনে মোজাহেদুল ইসলাম চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, বাংলাদেশ মিলিটারি একাডেমি, মাদ্রাসা-ই-আলিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও চট্টগ্রাম কলেজে অধ্যাপনা করেন। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হওয়ার আগে তিনি কলেজটির উপাধ্যক্ষ ছিলেন।

এর আগে, একই কলেজের আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ৩ জানুয়ারি অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসরজনিত ছুটিতে যান। এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। তিনি বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীর ছোট ভাই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত