চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীকে রড দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় দোকানিদের বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাত ৪টার দিকে ক্যাম্পাসের লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত শাহরিয়ার শাকিল যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারধরের সময় দোকানিরা মোবাইল ফোন, মানিব্যাগসহ সবকিছু ছিনিয়ে নেন বলে ওই শিক্ষার্থীর অভিযোগ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ভুক্তভোগীর বন্ধুর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বলেছি, প্রক্টর কার্যালয় ও থানায় একটি অভিযোগ দিতে। হাটহাজারী থানার ওসিকেও আমি জানিয়েছি। তাঁরা ঘটনাস্থলে যাচ্ছেন।’
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। আমরা ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করছি।’
ঘটনার প্রত্যক্ষদর্শী একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে শাকিল লেভেল ক্রসিংয়ের একটি দোকানে যায়। দোকানে বসলে, দোকানদার অশোভনভাবে তাকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে দোকানদারের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে দোকানদার তাকে ডাকাত বলে রড দিয়ে মারধর শুরু করে করে। পরে আশপাশের আরও কয়েকজন যোগ দেয়।’
মাহবুব হাসান আরও বলেন, ‘তার পায়ে রড ঢুকিয়ে দেওয়া হয়, ডান হাতে, মাথায় ও সারা শরীরের রড দিয়ে আঘাত করে। তার পায়ে, হাতে, কপালে অনেকগুলো সেলাই লাগে। পুরো শরীরে রড দিয়ে মারধর করার দাগ আছে। এ সময় তার মোবাইল, মানিব্যাগও নিয়ে যায় তারা।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীকে রড দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় দোকানিদের বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাত ৪টার দিকে ক্যাম্পাসের লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত শাহরিয়ার শাকিল যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারধরের সময় দোকানিরা মোবাইল ফোন, মানিব্যাগসহ সবকিছু ছিনিয়ে নেন বলে ওই শিক্ষার্থীর অভিযোগ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ভুক্তভোগীর বন্ধুর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বলেছি, প্রক্টর কার্যালয় ও থানায় একটি অভিযোগ দিতে। হাটহাজারী থানার ওসিকেও আমি জানিয়েছি। তাঁরা ঘটনাস্থলে যাচ্ছেন।’
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। আমরা ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করছি।’
ঘটনার প্রত্যক্ষদর্শী একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে শাকিল লেভেল ক্রসিংয়ের একটি দোকানে যায়। দোকানে বসলে, দোকানদার অশোভনভাবে তাকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে দোকানদারের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে দোকানদার তাকে ডাকাত বলে রড দিয়ে মারধর শুরু করে করে। পরে আশপাশের আরও কয়েকজন যোগ দেয়।’
মাহবুব হাসান আরও বলেন, ‘তার পায়ে রড ঢুকিয়ে দেওয়া হয়, ডান হাতে, মাথায় ও সারা শরীরের রড দিয়ে আঘাত করে। তার পায়ে, হাতে, কপালে অনেকগুলো সেলাই লাগে। পুরো শরীরে রড দিয়ে মারধর করার দাগ আছে। এ সময় তার মোবাইল, মানিব্যাগও নিয়ে যায় তারা।’
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে