কক্সবাজার প্রতিনিধি
সাগরপথে মিয়ানমারে পাচারের সময় র্যাব অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেনসহ দুই ব্যক্তিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারের রামু উপজেলার প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূলে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন নুরুল হক (৩০) ও রহমত আলী (৩৫)। তাঁরা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্যাঁচার দ্বীপ এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র্যাব খবর পায় রামুর প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূল দিয়ে মিয়ানমারে জ্বালানি তেল পাচার হচ্ছে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেন এবং পাচারে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এসব অকটেন মিয়ানমারে পাচারের জন্য মজুত করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
মো. আবু সালাম চৌধুরী আরও বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সমুদ্র উপকূলের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও পাচারকারী জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ওষুধ চোরাই পথে মিয়ানমারে পাচার করছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে খাদ্য ও জ্বালানি তেলের প্রকট সংকট দেখা দিয়েছে। এই সুযোগে চক্রটি দুই-আড়াই মাস ধরে পাচারকাজে জড়িয়ে পড়েছে। চক্রটি ভোগ্যপণ্য ও জ্বালানি তেলের বিনিময়ে নগদ টাকা ও মাদক নিয়ে আসছে।
তিনি বলেন, বিষয়টি র্যাবের নজরে আসার পর কক্সবাজার, উখিয়া, রামু ও টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ ভোগ্যপণ্য, জ্বালানি তেল ও ওষুধ জব্দ করেছে।
সাগরপথে মিয়ানমারে পাচারের সময় র্যাব অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেনসহ দুই ব্যক্তিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারের রামু উপজেলার প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূলে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন নুরুল হক (৩০) ও রহমত আলী (৩৫)। তাঁরা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্যাঁচার দ্বীপ এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র্যাব খবর পায় রামুর প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূল দিয়ে মিয়ানমারে জ্বালানি তেল পাচার হচ্ছে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেন এবং পাচারে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এসব অকটেন মিয়ানমারে পাচারের জন্য মজুত করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
মো. আবু সালাম চৌধুরী আরও বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সমুদ্র উপকূলের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও পাচারকারী জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ওষুধ চোরাই পথে মিয়ানমারে পাচার করছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে খাদ্য ও জ্বালানি তেলের প্রকট সংকট দেখা দিয়েছে। এই সুযোগে চক্রটি দুই-আড়াই মাস ধরে পাচারকাজে জড়িয়ে পড়েছে। চক্রটি ভোগ্যপণ্য ও জ্বালানি তেলের বিনিময়ে নগদ টাকা ও মাদক নিয়ে আসছে।
তিনি বলেন, বিষয়টি র্যাবের নজরে আসার পর কক্সবাজার, উখিয়া, রামু ও টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ ভোগ্যপণ্য, জ্বালানি তেল ও ওষুধ জব্দ করেছে।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
২৯ মিনিট আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে