ফেনী প্রতিনিধি
ছেলেকে গ্রেপ্তার করেছে খবর শুনে বাবা আলী আকবর থানায় ছুটে যান। হাজতখানায় ছেলেকে দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শর্তসাপেক্ষে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২ জুলাই) রাতে ফেনী সদর মডেল থানায়।
জানা যায়, গতকাল বিকেলে শহরের শর্শদী স্কুলের সামনে থেকে আলী হোসেন ফাহাদ (২০) নামের একজনকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে মডেল থানায় হস্তান্তর করে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন শর্শদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বাবা আলী আকবর থানায় ছুটে যান।
থানার ভেতরে ছেলেকে আটক অবস্থায় দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। পরে তাঁকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলী আকবরের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
পরিবারের দাবি, ফাহাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তবুও তাঁকে অকারণে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, ‘মডেল থানার অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ফাহাদ সরাসরি কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সন্দিগ্ধ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বাবার মৃত্যুর বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে শর্তসাপেক্ষে তাঁকে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
ছেলেকে গ্রেপ্তার করেছে খবর শুনে বাবা আলী আকবর থানায় ছুটে যান। হাজতখানায় ছেলেকে দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শর্তসাপেক্ষে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২ জুলাই) রাতে ফেনী সদর মডেল থানায়।
জানা যায়, গতকাল বিকেলে শহরের শর্শদী স্কুলের সামনে থেকে আলী হোসেন ফাহাদ (২০) নামের একজনকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে মডেল থানায় হস্তান্তর করে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন শর্শদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বাবা আলী আকবর থানায় ছুটে যান।
থানার ভেতরে ছেলেকে আটক অবস্থায় দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। পরে তাঁকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলী আকবরের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
পরিবারের দাবি, ফাহাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তবুও তাঁকে অকারণে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, ‘মডেল থানার অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ফাহাদ সরাসরি কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সন্দিগ্ধ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বাবার মৃত্যুর বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে শর্তসাপেক্ষে তাঁকে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৯ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৯ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২২ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২৩ মিনিট আগে