Ajker Patrika

চবির শাটল ট্রেন শিল্পকর্মে রঙিন করতে চান জার্মান শিল্পী লুকাস জিলিঞ্জার

চবি প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১০: ২১
চবির শাটল ট্রেন শিল্পকর্মে রঙিন করতে চান জার্মান শিল্পী লুকাস জিলিঞ্জার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনের বগিসমূহ শিল্পকর্ম অঙ্কনের মাধ্যমে সাজানোর প্রস্তাব দিয়েছেন জার্মানির আরইউএসবি আর্ট গ্রুপের প্রধান শিল্পী লুকাস জিলিঞ্জার। 

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এই প্রস্তাব দেন। উপাচার্য প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দিয়েছেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘জার্মান শিল্পী লুকাস জিলিঞ্জার আমাদের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করে শাটল ট্রেনের বগিগুলো নান্দনিক শিল্পকর্মের মাধ্যমে সাজানোর প্রস্তাব দিয়েছেন। আমাদের শাটল ট্রেনে আগে বিভিন্ন ধরনের শিল্পকর্ম ছিল। আবারও শাটল ট্রেন সাজানোর পরিকল্পনা আছে। আমরা তাঁর প্রস্তাবটি বিবেচনা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত