Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৮: ০১
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে। আজ শুক্রবার রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো. খাইরুল কবিরকে প্রধান করা হয়েছে। বাকি সদস্যরা হলেন রেলওয়ে ঢাকা বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. সৌমাক শাওন, বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী ঢাকা-২ সিরাজ জিন্নাত ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রাসেল। 

এদিকে অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে লাইনচ্যুত মালবাহী ট্রেনের সাতটি বগির উদ্ধারকাজ এখনো চলছে। কখন উদ্ধারকাজ শেষ হবে তার সঠিক কোনো সময় কেউ বলতে পারছেন না। 

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছড়ে আসা মালবাহী ট্রেন ৬০১ ঢাকায় যাওয়ার পথে শহরতলির দারিয়াপুর নামক স্থানে সাতটি বগি লাইনচ্যুত হয়। অতিরিক্ত গরমে রেললাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় রেললাইনের ক্ষতি হওয়াসহ প্রায় ৫০০ মিটার রেললাইনের স্লিপার ভেঙে গেছে। বর্তমানে ঢাকামুখী আপলাইনে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত