কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরে গণমিছিলে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ছৈয়দ নুর মারা গেছেন। আজ রোববার বিকেল ৫টার দিকে শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। ছৈয়দ নুর (৬০) কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের নয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
আজ রোববার বিকেলে কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার বিষোদগার, বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিলপূর্ব সমাবেশে অন্য নেতা-কর্মীদের পাশাপাশি ছৈয়দ নুরও বক্তব্য দেন। সমাবেশ শেষে আয়োজিত মিছিলে তিনিও অংশ নেন।
গণমিছিল শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় পৌঁছালে ছৈয়দ নুর হোঁচট খেয়ে পড়ে যান।
এতে তিনি অবচেতন হয়ে পড়লে পাশে থাকা দলীয় নেতা-কর্মীরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাতে বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, মিছিলে হাঁটার সময় বিএনপি নেতা ছৈয়দ নুর হৃদরোগে আক্রান্ত হন। এতে তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা ধারণা করছেন, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু ঘটেছে।
আগামীকাল সোমবার সকাল ১০টায় পিএমখালী ইউনিয়নের নয়াপাড়াস্থ কেজি স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এবং দপ্তর সম্পাদক ইকবাল বদরী গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা দেন।
কক্সবাজার শহরে গণমিছিলে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ছৈয়দ নুর মারা গেছেন। আজ রোববার বিকেল ৫টার দিকে শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। ছৈয়দ নুর (৬০) কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের নয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
আজ রোববার বিকেলে কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার বিষোদগার, বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিলপূর্ব সমাবেশে অন্য নেতা-কর্মীদের পাশাপাশি ছৈয়দ নুরও বক্তব্য দেন। সমাবেশ শেষে আয়োজিত মিছিলে তিনিও অংশ নেন।
গণমিছিল শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় পৌঁছালে ছৈয়দ নুর হোঁচট খেয়ে পড়ে যান।
এতে তিনি অবচেতন হয়ে পড়লে পাশে থাকা দলীয় নেতা-কর্মীরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাতে বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, মিছিলে হাঁটার সময় বিএনপি নেতা ছৈয়দ নুর হৃদরোগে আক্রান্ত হন। এতে তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা ধারণা করছেন, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু ঘটেছে।
আগামীকাল সোমবার সকাল ১০টায় পিএমখালী ইউনিয়নের নয়াপাড়াস্থ কেজি স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এবং দপ্তর সম্পাদক ইকবাল বদরী গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা দেন।
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
২৪ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৭ ঘণ্টা আগে