Ajker Patrika

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালী প্রতিনিধি
অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা
অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নোয়াখালী জেলা শহরের সোনাপুর ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাদ্যে ভেজাল, মূল্যতালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। তিনি বলেন, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। জরিমানার ও কারাদণ্ডের পাশাপাশি সব ব্যবসায়ীকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্ক করা হচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ও রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পৃথক এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিট্যারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যগণ।

অভিযান সূত্রে জানা গেছে, রমজানকে পুঁজি করে জেলার বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে জেলা শহর মাইজদীর সোনাপুর বাজারে অভিযান চালান জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মূল্যতালিকা না থাকায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে একই অভিযোগে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত