নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
মিয়ানমার-নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষে বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মিয়ানমার জান্তা সরকার। সীমান্ত ঘেঁষে ওপারে কামানের গোলা নিক্ষেপের পাশাপাশি বিমান থেকে গোলা বর্ষণ করা হচ্ছে বলে সীমান্তবর্তী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত থেমে থেমে এই বিস্ফোরণের শব্দ শুনেছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪৭ ও ৪৮ নম্বর সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তর এসব গোলার আওয়াজে কেঁপে উঠেছে। আর এ কাঁপুনিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া এলাকায় কর্মরত রাবারশ্রমিকেরা ভয়ে পালিয়ে এসেছেন। যাঁদের মধ্যে রয়েছেন স্থানীয় মনির আহমদ, মোস্তাক আহমদ ও এরশাদ হোসেন।
তাঁরা আজকের পত্রিকাকে বলেন, মিয়ানমার থেকে বেলা ১১টার দিকে জেট বিমানে পরপর ছয়টি বোমা নিক্ষেপ করা হয়।
আজ বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে চাকঢালা গ্রামের দক্ষিণাংশের মিয়ানমার থেকে অনবরত গোলার আওয়াজ শুনতে পায় ওই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য ফরিদুল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, মিয়ানমার সীমান্ত উত্তপ্ত। সীমান্তে নিয়মিত মর্টার শেল ছোড়ার মতো আওয়াজ শোনা যাচ্ছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা বলেন, ‘আসলে এটি একান্তই মিয়ানমারের বিষয়। তারা নিজেদের সন্ত্রাস দমনে হয়তো কাজ করছে। এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না।’
এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. সাহল আহমদ নোবেল আজকের পত্রিকাকে বলেন, এটি মিয়ানমারের বিষয়। তা ছাড়া বিজিবি সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে, সতর্ক রয়েছে।
মিয়ানমার-নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষে বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মিয়ানমার জান্তা সরকার। সীমান্ত ঘেঁষে ওপারে কামানের গোলা নিক্ষেপের পাশাপাশি বিমান থেকে গোলা বর্ষণ করা হচ্ছে বলে সীমান্তবর্তী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত থেমে থেমে এই বিস্ফোরণের শব্দ শুনেছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪৭ ও ৪৮ নম্বর সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তর এসব গোলার আওয়াজে কেঁপে উঠেছে। আর এ কাঁপুনিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া এলাকায় কর্মরত রাবারশ্রমিকেরা ভয়ে পালিয়ে এসেছেন। যাঁদের মধ্যে রয়েছেন স্থানীয় মনির আহমদ, মোস্তাক আহমদ ও এরশাদ হোসেন।
তাঁরা আজকের পত্রিকাকে বলেন, মিয়ানমার থেকে বেলা ১১টার দিকে জেট বিমানে পরপর ছয়টি বোমা নিক্ষেপ করা হয়।
আজ বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে চাকঢালা গ্রামের দক্ষিণাংশের মিয়ানমার থেকে অনবরত গোলার আওয়াজ শুনতে পায় ওই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য ফরিদুল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, মিয়ানমার সীমান্ত উত্তপ্ত। সীমান্তে নিয়মিত মর্টার শেল ছোড়ার মতো আওয়াজ শোনা যাচ্ছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা বলেন, ‘আসলে এটি একান্তই মিয়ানমারের বিষয়। তারা নিজেদের সন্ত্রাস দমনে হয়তো কাজ করছে। এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না।’
এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. সাহল আহমদ নোবেল আজকের পত্রিকাকে বলেন, এটি মিয়ানমারের বিষয়। তা ছাড়া বিজিবি সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে, সতর্ক রয়েছে।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৩০ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪৪ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে