Ajker Patrika

মতলবে গৃহবধূর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
মতলবে গৃহবধূর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

চাঁদপুরের মতলব দক্ষিণে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন তন্নী আক্তার (১৯) নামের এক গৃহবধূ। নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের তত্ত্বাবধানে নবজাতকদের জন্ম হয়। 

জানা যায়, সন্তান সম্ভবা হওয়ার পর থেকে ৬ মাস ধরে তন্নী আক্তার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে কর্মরত একজন পরিবার কল্যাণ পরিদর্শিকার (এফডব্লিউভি) তত্ত্বাবধানে ছিলেন। প্রসববেদনা দেখা দিলে ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত নারী ও শিশু (নবজাতক) ওয়ার্ডে ভর্তি হন। সেখানে পরিবার কল্যাণ পরিদর্শিকা ফারজানা আক্তারের হাতে তাঁর (তন্নী) একে একে ওই চার নবজাতকের স্বাভাবিক প্রসব হয়। 

পরিবার কল্যাণ পরিদর্শিকা ফারজানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ছয় মাস সময়ে জন্ম নেওয়ায় চারটি নবজাতকই অপুষ্ট ও অপরিপক্ব। তাদের ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম। সুস্থ ও স্বাভাবিক একটি নবজাতকের ওজন থাকে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত। কম ওজন ও অপুষ্ট হয়ে জন্ম নেওয়ায় চার নবজাতক তেমন একটা সুস্থ নয়। শ্বাসকষ্টও হচ্ছে তাদের। তবে বাচ্চাগুলোর মা সুস্থ আছেন। নবজাতদের ঢাকায় পাঠানো হয়েছে।’ 

এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিন ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘চার নবজাতকের একসঙ্গে জন্ম হওয়ায় ভালো লাগছে। অকালজাত হওয়ায় বাচ্চাগুলো নিয়ে চিন্তায় আছি। উন্নত স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ) পাঠানো হয়েছে। গৃহবধূ তন্নী আক্তারের বাড়ি উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামে। ওই গ্রামের দুবাই প্রবাসী সোহেল আহম্মেদের স্ত্রী তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত