Ajker Patrika

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসে মোট সাতজনের মৃত্যু হয়েছে, যাঁর মধ্যে পাঁচজনই নারী। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। 

সিভিল সার্জনের কার্যালয় জানায়, মৃত ওই নারী হলেন হানি আকতার (২২)। তিনি গতকাল সোমবার মারা যান। বাড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায়। গত ১১ সেপ্টেম্বর নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ‘এক্সপানডেন্ড ডেঙ্গু সিনড্রোমে’ তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়। 

এদিকে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সেপ্টেম্বরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৯০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। 

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। 

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছে মোট ১৫ জন। ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত