Ajker Patrika

নানা কৌশলে হাসপাতালের রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে নেওয়াই তাঁদের কাজ

চাঁদপুর প্রতিনিধি
নানা কৌশলে হাসপাতালের রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে নেওয়াই তাঁদের কাজ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আসা রোগীদের হয়রানি অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন–শহরের পুরাণ বাজার এলাকার মো. আলম (২৮), সিংহ পাড়ার দিপক দে (২৩), গুয়াখেলা রোডের মাহিম গাজী (১৯), সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রায়হান গাজী (১৯) ও পুরান বাজারের রিয়াদ হোসেন (২৫)।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, হাসপাতালের বহির্বিভাগ এবং ভর্তি রোগী ও রোগীর স্বজনদের এসব দালালেরা হয়রানি করে আসছেন। গ্রাম থেকে লোকজন আসলে তাঁরা বিভিন্ন রোগের পরীক্ষার জন্য নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এবং অতিরিক্ত টাকা আদায় করে।

তারা নানাভাবে প্রতারণা করায় হয়রানির শিকার হন সহজ সরল লোকজন। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ থাকায় আজ বিকেলে পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত