Ajker Patrika

চাঁদপুরে বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু

প্রতিনিধি
চাঁদপুরে বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু

চাঁদপুর: বাড়ির পাশে গর্তে বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে লামিয়া ও মাসুদ (৬) নামের যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

শিশু লামিয়া ও মাসুদ শরিয়তপুর জেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বন্দুকশি বাজারের কুদ্দুস আলী বেপারীর ছেলে। তাদের বাবা একজন ট্রলার চালক।

শিশুদের নানা আলাউদ্দিন জানায়, বাড়ির পাশের একটি গর্ত বৃষ্টির পানিতে পরে ভরে যায়। সকালে লামিয়া ও মাসুদ বাড়ির সকলের অজান্তে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের পানি থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডা. বেনজির আহম্মেদ জানান, তাদের হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত