Ajker Patrika

সরাইলে বিপ্লবী উল্লাসকরের স্মৃতি রক্ষার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সরাইলে বিপ্লবী উল্লাসকরের স্মৃতি রক্ষার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্রিটিশবিরোধী স্বদেশি আন্দোলনের বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়ির স্মৃতি রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যসচিব জাবেদ রহিম বিজন, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য, নাগরিক সমাজের প্রতিনিধি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, দীপক চৌধুরী বাপ্পী, সাজিদুল ইসলাম, মনির হোসেন, ফেরদৌস রহমান, শামীম আহমেদ, মোমিনুল আলম বাবু, মোজাম্মেল হক পাঠান প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, উল্লাসকর দত্তের বাড়ি সরাইলের কালীকচ্ছে অবস্থিত। সেখানে তাঁর যে পৈতৃক বাড়ি রয়েছে তাঁর বয়স ১৫০ থেকে ২০০ বছর। পুরো বাড়ির দৈর্ঘ্য প্রায় ৭০ ফুট ও প্রস্থ ২০ ফুট। এই বাড়িটি এখন ইতিহাসের অংশ। উল্লাসকর দত্তের বাড়ি আড়াল করে বহুতল ভবন নির্মাণ করছেন দখলদারেরা। মানববন্ধন থেকে সেখান ভবন নির্মাণকাজ বন্ধের দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত