নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী নব্য জেএমবির মো. সেলিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। আজ বুধবার ভোরে নগরীর আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোডের বাংলাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম লোহাগাড়া উপজেলার উত্তর পাদুয়া গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আহমেদ পেয়ার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউন্টার টেররিজম কর্মকর্তারা বলছেন, সেলিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ তার অবস্থান বাংলাবাজারে পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, সেলিম আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোড ব্যবহার করে চট্টগ্রামের লোহাগাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তিনি চট্টগ্রাম শহরে মূল সড়ক ব্যবহার না করে আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোডের বাইপাস সড়কটি ব্যবহার করেছিল। তবে কোন জায়গা থেকে সেলিম বাংলাবাজারে এসেছিল সেই বিষয়ে কিছু জানায়নি সূত্রগুলো।
কাউন্টার টেররিজম মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সঞ্জয় গুহ আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের পর আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। পরে আদালত তাঁকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কর্মকর্তারা বলছেন, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ২ নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড হলেন নব্য জেএমবির সামরিক কমান্ডার মো. সেলিম। এ ঘটনায় দায়ের করা মামলায় এরই মধ্যে ১২ জন গ্রেপ্তার রয়েছে। এদের মধ্যে কয়েকজনের জবানবন্দিতে সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার কথা উঠে এসেছে। ট্রাফিক বক্সের ওই বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের সুইচ বোর্ড ধ্বংস হয়। ঘটনার একদিন পর হামলার সঙ্গে আইএস যুক্ত বলে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপে দাবি করা হয়। তবে পুলিশ বলেছে, এটা স্থানীয় জঙ্গি নব্য জেএমবির কাজ।
চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী নব্য জেএমবির মো. সেলিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। আজ বুধবার ভোরে নগরীর আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোডের বাংলাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম লোহাগাড়া উপজেলার উত্তর পাদুয়া গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আহমেদ পেয়ার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউন্টার টেররিজম কর্মকর্তারা বলছেন, সেলিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ তার অবস্থান বাংলাবাজারে পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, সেলিম আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোড ব্যবহার করে চট্টগ্রামের লোহাগাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তিনি চট্টগ্রাম শহরে মূল সড়ক ব্যবহার না করে আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোডের বাইপাস সড়কটি ব্যবহার করেছিল। তবে কোন জায়গা থেকে সেলিম বাংলাবাজারে এসেছিল সেই বিষয়ে কিছু জানায়নি সূত্রগুলো।
কাউন্টার টেররিজম মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সঞ্জয় গুহ আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের পর আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। পরে আদালত তাঁকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কর্মকর্তারা বলছেন, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ২ নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড হলেন নব্য জেএমবির সামরিক কমান্ডার মো. সেলিম। এ ঘটনায় দায়ের করা মামলায় এরই মধ্যে ১২ জন গ্রেপ্তার রয়েছে। এদের মধ্যে কয়েকজনের জবানবন্দিতে সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার কথা উঠে এসেছে। ট্রাফিক বক্সের ওই বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের সুইচ বোর্ড ধ্বংস হয়। ঘটনার একদিন পর হামলার সঙ্গে আইএস যুক্ত বলে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপে দাবি করা হয়। তবে পুলিশ বলেছে, এটা স্থানীয় জঙ্গি নব্য জেএমবির কাজ।
ফেনীর দাগনভূঞার পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের
১১ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
১৬ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
২১ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে