Ajker Patrika

বিএনপি-জামায়াত বাংলাদেশকে বিশ্বাস করে না: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৩, ২২: ৩৩
বিএনপি-জামায়াত বাংলাদেশকে বিশ্বাস করে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমাদের প্রতিপক্ষ বিএনপি-জামায়াত, তারা কিন্তু বাংলাদেশকে বিশ্বাস করে না। তাদের রাজনীতি হচ্ছে হত্যার রাজনীতি, তাদের রাজনীতি হচ্ছে মিথ্যার রাজনীতি। হত্যা আর মিথ্যা দিয়ে তারা দল তৈরি করেছে এবং রাজনীতি করে যাচ্ছে।’ 

আজ শুক্রবার কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘২০১৪ সালে নির্বাচনে তাদের নেতা খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশে অগ্নিসন্ত্রাস করেছিল। মানুষকে বাসে পুড়িয়ে মেরেছে এবং সহিংসতা তারা সব সময় করে যাচ্ছে।’ 

আইনমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন তাদের পছন্দ হয় না। জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি ও মিসকিনের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে দেশ আজ উন্নয়নের রোল মডেল।’ তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান। 

কসবা পৌর মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ও উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত