Ajker Patrika

রাঙামাটির ঝরনায় ভিড় বাড়ছে পর্যটকের

হিমেল চাকমা, রাঙামাটি
রাঙামাটির ঝরনায় ভিড় বাড়ছে পর্যটকের

শরতের দুপুরে হালকা গরম পড়ছে পাহাড়ে। দুপুর পার হতেই কমছে গরম। এ গরমে হালকা গা ভেজালে মন প্রাণ সতেজ হয়। এর মধ্যেই শান্তি খুঁজে বেড়াচ্ছেন হাজারো পর্যটক।

রাঙামাটির সুবলংয়ের প্রাকৃতিক ঝরনাগুলো এখন পানিতে পরিপূর্ণ। শত ফুট ওপর থেকে ঝরনার পানি আছড়ে পড়ছে নিচে। চিরচেনা এই ঝরনাগুলোতে ভিড় করতে শুরু করেছেন হাজার হাজার পর্যটক। লকডাউনের বন্দী জীবন থেকে মুক্তি পেয়ে প্রকৃতির মাঝে শান্তি খুঁজে বেড়াচ্ছেন এসব প্রকৃতিপ্রেমী। 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিকুল (৪৫) বলেন, বন্ধু এবং পরিবারসহ সুবলংয়ের বিখ্যাত ঝরনাগুলো দেখতে আসলাম। আসলে এ সময়ে এখানে এসে যে ঝরনায় গোসল করবে না সে প্রকৃতির মায়া বুঝবে না। 

তবে পর্যটকদের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা লক্ষ্য করা গেছে। বেড়াতে আসা পর্যটকের অধিকাংশের দাবি, তাঁরা করোনার টিকা নিয়েছেন। 

ঢাকা থেকে আসা সাইফুল (৬০) বলেন, পুরো পরিবার নিয়ে বেড়াতে এসেছি রাঙামাটি। এতোদিন শুধু স্বামী-স্ত্রী করোনার টিকা নিয়েছিলাম। এখন ছেলে, মেয়ে, জামাই সবাই টিকা পেয়েছে। তাই বেড়াতে আসলাম। এখানে এসে মনে হল এ সময়ে না আসলে রাঙামাটির প্রকৃতি দেখা থেকে বঞ্চিত হতাম। সঠিক সময়ে এসেছি। সবাই ঝরনায় গোসল করলাম। 

পর্যটক ছাড়া স্থানীয়দের ভিড়ও বেড়েছে ঝরনাগুলোতে। পরিবার পরিজন নিয়ে তাঁরাও ছুটছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। 

পর্যটন কেন্দ্রের কর্তারা বলছেন, শুক্র, শনিসহ সরকারি ছুটির দিনগুলোতে পর্যটকের ভিড় বেশি। দীর্ঘ সময় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকার পর এবার কিছুটা আয় হবে বলছেন ব্যবসায়ীরা। 

সুবলং ঝরনার ব্যবস্থাপক নিরঞ্জয় চাকমা বলেন, পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার পর থেকে রাঙামাটিতে দেশি পর্যটকদের ভিড় বাড়ছে। শুক্রবার, শনিবার সহ সরকারি ছুটির দিনগুলোতে ভিড় বেশি থাকছে। প্রতিদিন ৪ থেকে ৫ শ পর্যটক আসছে। এটি আরও কয়েক মাস থাকবে। 

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, রাঙামাটিতে এখন যথেষ্ট পর্যটক আসছে। এ অবস্থায় আগামী শীত মৌসুমে আরও বেশি পর্যটক আসার প্রত্যাশা করছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত