Ajker Patrika

টেকনাফে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু 

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
আপডেট : ২৩ জুলাই ২০২১, ১২: ৪৪
টেকনাফে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু 

কক্সবাজারের টেকনাফে ঈদ আনন্দের মধ্যে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় বিদ্যুতের প্রধান লাইনের তার ছিঁড়ে বাড়ির টিনের চালার ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার আব্দুল করিমের ছেলে কলিম উল্লাহ (১৮) ও স্থানীয় মোহাম্মদ হোসেনের কন্যা রমিদা বেগম (২৮)।

আহত দুজন হলো রমিদার পাঁচ বছরের শিশু নাইমা ও আব্দুল আমিনের মেয়ে বকেয়া (১২)। বকেয়াকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার আব্দুল আমিন প্রকাশ বাইট্যার বাড়িতে সবাই ঈদ আনন্দে মেতেছিলেন। অন্যান্য এলাকা থেকে অনেকে ঈদ উপলক্ষে বেড়াতে আসেন সেখানে।

হঠাৎ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকার বিদ্যুতের প্রধান তার ছিঁড়ে বাইট্যার বাড়ির টিনের চালে পড়ে। এমন সময় বিদ্যুতায়িত হন পরিবার ও বেড়াতে আসা চারজন। ঘটনাস্থলে ওই দুজন মারা যান। অপর দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান স্থানীয়রা। ঈদ উপলক্ষে কলিম উল্লাহ পাশের এলাকা থেকে বেড়াতে এসে মৃত্যুবরণ করেন। পরিবারের লোকজন জানায়, দুর্ঘটনার সময় বাড়িতে সাতজন ছিল।

টেকনাফ উপজেলা বিদ্যুতের এজিএম উদয়ন দাশগুপ্ত জানান, বৃষ্টির কারণে গাছের ডাল পড়ে তারটি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্রশীল জানান, কিশোরীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পা পুড়ে গেছে বলেও জানান তিনি।

শাহপরীর দ্বীপ পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জায়েদ হাসান দুজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, বিদ্যুতের প্রধান তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুজনের সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত