Ajker Patrika

জেনে শুনে কোনো দোষ কিংবা অন্যায় করিনি: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
জেনে শুনে কোনো দোষ কিংবা অন্যায় করিনি: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু বলেছেন, ‘জেনে শুনে কোনো দোষ কিংবা অন্যায় করিনি। অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে। তবে, আপনারা সজাগ থাকবেন। আমরা যদি আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে পারি, তাহলে বৈষম্যটা আর থাকবে না। এই বৈষম্যটা মন থেকে উপড়ে ফেলতে হবে। মানুষকে মানুষ ভাবতে হবে।’ 

আজ রোববার চাঁদপুর শহরের নতুনবাজরে মন্ত্রীর বাসভবনে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু বলেন, ‘উন্নত সমৃদ্ধশীল দেশ গঠন করতে সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। কে কোন ধর্মের সেটা বড় বিষয় নয়। সব ধর্মের মানুষই রাষ্ট্রের নাগরিক। আপনারা যখন যে বিষয় নিয়ে আমার কাছে এসেছেন, আমি তা দ্রুত সমাধান করার চেষ্টা করেছি।’ 

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ রায় চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অজয় কুমার ভৌমিক। 

উপস্থিত ছিলেন উপদেষ্টা রাধা গোবিন্দ গোপ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মৃনাল কান্তি সাহা, অ্যাডভোকেট ভাস্কর দাস, শিপ্রা দাস, মিদৃলা সাহা, সুশীল সাহা, নারায়ণ ভৌমিক, জয়রাম রায়, তপতি কর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত