Ajker Patrika

সুশাসন না থাকলে দেশ সামনে আগাতে পারবে না: জাসদের সাধারণ সম্পাদক

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১২: ২২
সুশাসন না থাকলে দেশ সামনে আগাতে পারবে না: জাসদের সাধারণ সম্পাদক

গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ হাজার ঘর দিয়েছেন। যাদের ভূমি নাই, ঘর নাই, তাদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আশ্রয় দেওয়া হচ্ছে। এ বিষয় উল্লেখ করে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আখতার বলেন, ‘একটা মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না—এটা হচ্ছে বড় কথা। তবে আমরা তার সঙ্গে যোগ করতে চাই, এগুলো সবই ভালো, কিন্তু আইনের শাসন ও সুশাসন না থাকলে দেশ খুব বেশি সামনের দিকে আগাতে পারবে না।’ 

বুধবার বিকেলে ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের ফেলাগাজী মজুমদারবাড়িতে জাসদ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার এসব বলেন। 

শিরীন আখতার বলেন, ‘দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমাদের এককাট্টা হতে হবে এবং কথা বলতে হবে। আপনারা যেখানেই যান, এসব দুর্নীতির ব্যাপারে কথা বলবেন। ইমাম সাহেবরা মসজিদে এগুলোর (দুর্নীতির) ব্যাপারে কথা বলবেন। তাহলে দেখবেন সমাজটা ধীরে ধীরে আগাতে পারছে। নচেত সমাজটা অন্ধকারে থেকে যাবে।’ 

শিরীন আরো বলেন, ‘মদ-জুয়ায় আমাদের যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। এদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। ইভটিজিংসহ সব ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। বাল্যবিবাহ রোধ করতে হবে।’ 

শরিয়ত উল্যাহ মজুমদারের সভাপতিত্বে এবং জাফর উল্যাহ মজুমদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, গৃহিণী মনোয়ারা বেগম, সোহাগ মজুমদার, আজিজুল হক মজুমদার খোকা প্রমুখ। 

উপস্থিত ছিলেন জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম নূর, ফেনী জেলা জাসদের সমবায়বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার লিজা, উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক তাজুল ইসলাম সবুজ, ছাগলনাইয়া উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ ভূঁঞা রিপনসহ আওয়ামী লীগ ও জাসদের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত