Ajker Patrika

সন্ত্রাসীদের গুলিতে মহেশখালীতে প্রতিবন্ধী নারীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালী সন্ত্রাসীদের গুলিতে ফরিদা ইয়াসমিন (৩৩) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদা ইয়াসমিন ওই এলাকার ছৈয়দ আহমদের মেয়ে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের বুকের বাঁ পাশে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। আজ সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় বাসিন্দা ফরিদুল আলমের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা গুলি করলে তার ছোট বোন ফরিদা ইয়াসমিন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে মহেশখালী থানা-পুলিশ রাত তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত