বান্দরবান প্রতিনিধি
ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি করে রাজনৈতিক দলকে পুনর্বাসন করতে চায়, তাদেরও এ দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের মতো করে বিতাড়িত করবে ছাত্রসমাজ। দেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে ছাত্র-জনতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
আজ বুধবার বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র-নাগরিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশ এখন গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে, বিগত ১৬ বছরে ১১ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। বিগত স্বৈরাচারী সরকার বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। মানুষের আস্থা-বিশ্বাস ধ্বংস করে দিয়েছে, তাই সেই সব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা না ফেরা পর্যন্ত, রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ–বাণিজ্য বন্ধে প্রশাসনকে ছাত্রসমাজ সহযোগিতা করবে। প্রশাসনকে ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হলে হারুন-বেনজীরের মতো দেশ ছেড়ে পালাতে হবে না।
তিনি বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচার এবং সর্বশেষ ২০২৪ সালে স্বৈরাচার–ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে প্রতিটি শ্রেণি–পেশার মানুষ অংশ নিয়েছে। স্বৈরাচার সরকার পতনের আন্দোলনের সময় যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন, রাষ্ট্র গঠনের পরবর্তী সময়েও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
‘ঐকমত্যের ভিত্তিতে স্বাধীনতা রক্ষা করতে হবে। পাহাড় ও সমতলের কোনো বৈষম্য থাকবে না। পাহাড় এবং সমতলের মধ্যে স্থান বেধে ভৌগোলিক দূরত্ব রয়েছে—এই দূরত্ব প্রযুক্তি দিয়ে ঘুচে দেওয়া সম্ভব।’
ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা উল্লেখ করে হাসনাত বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আবু সাইদ, মুগ্ধ, হৃদয়রা জীবন দিয়েছে, আর আপনারা শুধু একটি পদের লোভ সামলাতে পারছেন না, এটা ছাত্র–জনতাকে আহত করে।’
এ সময় ছাত্র আন্দোলনের নেতা খান তালাত রাফি, অং অংসহ কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি করে রাজনৈতিক দলকে পুনর্বাসন করতে চায়, তাদেরও এ দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের মতো করে বিতাড়িত করবে ছাত্রসমাজ। দেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে ছাত্র-জনতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
আজ বুধবার বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র-নাগরিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশ এখন গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে, বিগত ১৬ বছরে ১১ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। বিগত স্বৈরাচারী সরকার বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। মানুষের আস্থা-বিশ্বাস ধ্বংস করে দিয়েছে, তাই সেই সব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা না ফেরা পর্যন্ত, রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ–বাণিজ্য বন্ধে প্রশাসনকে ছাত্রসমাজ সহযোগিতা করবে। প্রশাসনকে ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হলে হারুন-বেনজীরের মতো দেশ ছেড়ে পালাতে হবে না।
তিনি বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচার এবং সর্বশেষ ২০২৪ সালে স্বৈরাচার–ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে প্রতিটি শ্রেণি–পেশার মানুষ অংশ নিয়েছে। স্বৈরাচার সরকার পতনের আন্দোলনের সময় যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন, রাষ্ট্র গঠনের পরবর্তী সময়েও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
‘ঐকমত্যের ভিত্তিতে স্বাধীনতা রক্ষা করতে হবে। পাহাড় ও সমতলের কোনো বৈষম্য থাকবে না। পাহাড় এবং সমতলের মধ্যে স্থান বেধে ভৌগোলিক দূরত্ব রয়েছে—এই দূরত্ব প্রযুক্তি দিয়ে ঘুচে দেওয়া সম্ভব।’
ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা উল্লেখ করে হাসনাত বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আবু সাইদ, মুগ্ধ, হৃদয়রা জীবন দিয়েছে, আর আপনারা শুধু একটি পদের লোভ সামলাতে পারছেন না, এটা ছাত্র–জনতাকে আহত করে।’
এ সময় ছাত্র আন্দোলনের নেতা খান তালাত রাফি, অং অংসহ কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
১৭ মিনিট আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক–সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝড়ছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াই কাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন কৃষকের
১৮ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক কিশোর (১৪)। আজ শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীর মধ্যে অবস্থিত। প্রায় সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের চরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা পদ্মার বুকে মাছ শিকার ও চরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এই চর ঘিরে একটি চক্র সব সময় অবৈধভাবে বালু উত্তোলনে লিপ্ত।
৪১ মিনিট আগে