নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
স্বাধীনতার ৫৩ বছর পেরিয়েছে। এরই মধ্যে তাঁর সঙ্গীরা সবাই পেয়েছেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি। কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার পরেও এত দিন খেতাব পাননি তিনি। বিস্ময়কর হলেও সত্য যে মুক্তিযুদ্ধের এত বছর পর স্বীকৃতি পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা নরুচ্ছমদ। গত ২৬ নভেম্বর সর্বশেষ মুক্তিযোদ্ধার গেজেটে নাম এসেছে তাঁর। তবে, তিনি এই স্বীকৃতি দেখা যেতে পারেননি, কারণ চার বছর আগেই মৃত্যু হয়েছে তাঁর।
নরুচ্ছমদ কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজ কাকারা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। তবে মৃত্যুর পর স্বীকৃতি মিললেও খুশি নরুচ্ছমদের পুরো পরিবার। কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ দিলেন চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বশিরুল আলমকে।
মো. বশিরুল আলম বীর মুক্তিযোদ্ধা নরুচ্ছমদ সম্পর্কে বলেন, ‘তিনি (নরুচ্ছমদ) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেন। স্বাধীনতার ৫৩ বছর পরে হলেও তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দান করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’
মুক্তিযোদ্ধা নরুচ্ছমদের ছেলে মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আমার বাবা চার বছর আগে মারা যান। ছোটকালে বাবার মুখ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। নিজে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কাহিনি শুনেছি। তিনি বেঁচে থাকা অবস্থায় কখনো সনদের জন্য তদবির করেননি। তিনি বলতেন, মুক্তিযুদ্ধ করেছি দেশ ও মানুষের জন্য। সনদ নেওয়ার জন্য নয়।’
মনিরুল ইসলাম বলেন, ‘বাবা মারা যাওয়ার পর আমরা এই বিষয়ে উদ্যোগ নিই। চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বশিরুল আলমের সহযোগিতায় বাবা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন। সত্যিকারের একজন রণাঙ্গনের সৈনিক স্বীকৃতি পাওয়ায় আমরা খুশি।’
এর আগে নরুচ্ছমদ ২০১৪ সালে অনলাইনে আবেদন করেন। তারপর ২০১৭ সালে যাচাই-বাছাই করে ৩৭৬ জনের তালিকায় ১৩ নম্বরে মুক্তিযোদ্ধার নাম আসে নরুচ্ছমদের। সর্বশেষ ২৬ নভেম্বর গেজেটে নাম এসেছে নরুচ্ছমদের।
স্বাধীনতার ৫৩ বছর পেরিয়েছে। এরই মধ্যে তাঁর সঙ্গীরা সবাই পেয়েছেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি। কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার পরেও এত দিন খেতাব পাননি তিনি। বিস্ময়কর হলেও সত্য যে মুক্তিযুদ্ধের এত বছর পর স্বীকৃতি পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা নরুচ্ছমদ। গত ২৬ নভেম্বর সর্বশেষ মুক্তিযোদ্ধার গেজেটে নাম এসেছে তাঁর। তবে, তিনি এই স্বীকৃতি দেখা যেতে পারেননি, কারণ চার বছর আগেই মৃত্যু হয়েছে তাঁর।
নরুচ্ছমদ কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজ কাকারা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। তবে মৃত্যুর পর স্বীকৃতি মিললেও খুশি নরুচ্ছমদের পুরো পরিবার। কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ দিলেন চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বশিরুল আলমকে।
মো. বশিরুল আলম বীর মুক্তিযোদ্ধা নরুচ্ছমদ সম্পর্কে বলেন, ‘তিনি (নরুচ্ছমদ) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেন। স্বাধীনতার ৫৩ বছর পরে হলেও তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দান করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’
মুক্তিযোদ্ধা নরুচ্ছমদের ছেলে মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আমার বাবা চার বছর আগে মারা যান। ছোটকালে বাবার মুখ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। নিজে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কাহিনি শুনেছি। তিনি বেঁচে থাকা অবস্থায় কখনো সনদের জন্য তদবির করেননি। তিনি বলতেন, মুক্তিযুদ্ধ করেছি দেশ ও মানুষের জন্য। সনদ নেওয়ার জন্য নয়।’
মনিরুল ইসলাম বলেন, ‘বাবা মারা যাওয়ার পর আমরা এই বিষয়ে উদ্যোগ নিই। চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বশিরুল আলমের সহযোগিতায় বাবা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন। সত্যিকারের একজন রণাঙ্গনের সৈনিক স্বীকৃতি পাওয়ায় আমরা খুশি।’
এর আগে নরুচ্ছমদ ২০১৪ সালে অনলাইনে আবেদন করেন। তারপর ২০১৭ সালে যাচাই-বাছাই করে ৩৭৬ জনের তালিকায় ১৩ নম্বরে মুক্তিযোদ্ধার নাম আসে নরুচ্ছমদের। সর্বশেষ ২৬ নভেম্বর গেজেটে নাম এসেছে নরুচ্ছমদের।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৩ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৮ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১১ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১২ মিনিট আগে