Ajker Patrika

চাঁদপুর থেকে কর্মস্থলে ফেরা শুরু, লঞ্চঘাটে যাত্রীদের ভিড়

চাঁদপুর প্রতিনিধি
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। চাঁদপুর থেকে ঢাকামুখী লঞ্চে ভিড় বাড়ছে—তবে নেই কোনো ভোগান্তি।
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। চাঁদপুর থেকে ঢাকামুখী লঞ্চে ভিড় বাড়ছে—তবে নেই কোনো ভোগান্তি।

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। চাঁদপুর থেকে ঢাকামুখী লঞ্চে ভিড় বাড়ছে—তবে নেই কোনো ভোগান্তি।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকেই চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রতি ঘণ্টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়ছে, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে ফিরছেন।

কারও সঙ্গে রয়েছেন স্ত্রী-সন্তান। সবার মুখেই ঈদের আনন্দ। কেউ কেউ বলছেন, এবারের ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক।

যাত্রী রতন হোসেন বলেন, “স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদের আগের দিন চাঁদপুর এসেছি। কোনো ভোগান্তি ছাড়াই ঈদ উদযাপন করতে পেরেছি। এখন ফিরছি। লঞ্চে চাপ কম, যাত্রাও আরামদায়ক।”

আরেক যাত্রী কামরুল হাসান বলেন, “দীর্ঘ ছুটির কারণে লঞ্চে ভিড় নেই। সবাই সুবিধামতো কর্মস্থলে ফিরছেন। এবার ঈদের আগেও কোনো ঝামেলা হয়নি।”

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। টহলে রয়েছে নৌ-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন।

বিআইডব্লিউটিএ চাঁদপুর অঞ্চলের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, “ঈদ উপলক্ষে পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রী চাপ বেশি না থাকায় সিডিউলের বাইরে অতিরিক্ত লঞ্চ চালু করার প্রয়োজন হয়নি। যাত্রীরা ভালোভাবেই ঈদ শেষে ঘরে ফিরছেন। এখনো পর্যন্ত কোনো যাত্রী কোনো অভিযোগ করেননি।”

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত