Ajker Patrika

অফিস সম্মেলনের কাজে যাচ্ছিলেন কক্সবাজার, পথেই প্রাণ গেল তাঁদের

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৮: ৪১
অফিস সম্মেলনের কাজে যাচ্ছিলেন কক্সবাজার, পথেই প্রাণ গেল তাঁদের

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে প্রাইভেট কারচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা অফিসের কাজে বেরিয়েছিলেন। 

আজ শনিবার বেলা ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে চান্দিনা ফায়ার স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের একটি প্রাইভেট কার মাধাইয়ার নাওতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

নিহতদের মধ্যে কোম্পানির চালক ও দুই কর্মকর্তা রয়েছেন। তাঁরা হলেন ইনস্যুরেন্স কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও চালক মো. আবু তাহের।

ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম জোনাল হেড কোয়ার্টারের ডিএমডি মো. আনিসুল হক আজকের পত্রিকাকে জানান, নিহত ইনস্যুরেন্স কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেনের বাড়ি রাজশাহী জেলায়, সাখাওয়াত হোসেনের বাড়ি ফেনী জেলায় ও চালক মো. আবু তাহেরের বাড়ি বরিশাল জেলায়। 

তিনি জানান, চলিত মাসের ২০ তারিখ কক্সবাজারে তাঁদের একটি অফিসের সম্মেলন রয়েছে। এর পূর্বমুহূর্তে//// তাঁরা হোটেল বুকসহ প্রস্তুতি করার জন্য যাচ্ছিলেন কক্সবাজার। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কারটির চালকসহ চারজন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনের মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে চলা প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি খাদে পড়ে যায়। 

এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারচালকসহ তিনজন নিহত হয়। প্রাইভেট কারের ভেতরে থাকা এক নারীকে চান্দিনা ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মঞ্জুরুল আলম জানান, প্রাইভেট কারে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের মরদেহ রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত