Ajker Patrika

টেকনাফ সীমান্তের জঙ্গলে পড়ে ছিল পিস্তল, মর্টার শেল, গ্রেনেড ও গুলিভর্তি ব্যাগ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২৫, ১৬: ০১
টেকনাফের জঙ্গলে বিজিবির অভিযানে পাওয়া পিস্তল, মর্টার শেল, গ্রেনেড ও গুলি। ছবি: সংগৃহীত
টেকনাফের জঙ্গলে বিজিবির অভিযানে পাওয়া পিস্তল, মর্টার শেল, গ্রেনেড ও গুলি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১টি পিস্তল, ৪টি গ্রেনেড, ৩টি মর্টার শেলসহ ১০টি রাইফেলের গুলি উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যংয়ের বিলাসীর দ্বীপ এলাকার জঙ্গলে পড়ে থাকা একটি ব্যাগ থেকে এসব অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হোয়াইক্যং সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান হওয়ার খবর পেয়ে গতকাল রাতে বিজিবির একটি টহল দল বিলাসীর দ্বীপ এলাকার জঙ্গলের মধ্যে চিরুনি অভিযান চালায়। অভিযানে সাদা একটি ব্যাগে মোড়ানো অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবির অধিনায়ক বলেন, উদ্ধার করা অস্ত্র-গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা রাখা হয়েছে। মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত