Ajker Patrika

৩ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে চবি কর্মকর্তাদের কর্মবিরতি

চবি প্রতিনিধি
৩ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে চবি কর্মকর্তাদের কর্মবিরতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় স্টোরে হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ ৩ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কর্মবিরতি পালিত হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে একযোগে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পরে। পরে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস, এক ছাত্রীর মৃত্যু ও অন্য কয়েকটি কারণে কর্মসূচি দুই দিনের জন্য শিথিল করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু জাফর ইকবাল আসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা দিনভর কর্মবিরতি পালন করেছি। পরে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস, এক ছাত্রীর মৃত্যুসহ কয়েকটি কারণে আমরা কর্মসূচি আগামী দুই দিনের জন্য শিথিল করেছি। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আমরা আবার কর্মবিরতি শুরু করব।’ 

এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের পুরোনো মালামাল নিলাম ছাড়া নিতে আসেন চবি শাখা ছাত্রলীগের তিন নেতা। মালামাল না দেওয়াতে তারা টেবিল চাপড়িয়ে অশোভন আচরণ ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করারও অভিযোগ উঠে। এই ঘটনায় অফিসার সমিতি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপাচার্যকে চিঠি দিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। অন্যথায় আজ ৯ এপ্রিল থেকে লাগাতার কর্ম-বিরতি পালন করার হুঁশিয়ারি দেওয়া হয়। চিঠিতে অভিযুক্ত হিসেবে শাখা ছাত্রলীগের সহসভাপতি হলেন-নজরুল ইসলাম সবুজ, মোফাজ্জল হায়দার মোফা ও সাদেক হোসেন টিপুর নাম উল্লেখ করা হয়। 

পরে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ মামুনকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. জামাল উদ্দীন, সহকারী প্রক্টর ড. আহসানুল কবীর পলাশ ও রোকন উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত