Ajker Patrika

কর্ণফুলীতে ট্রাকের এক্সেলের ভেতর থেকে ৩৫ হাজার ইয়াবাসহ আটক ২

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৬: ৫১
কর্ণফুলীতে ট্রাকের এক্সেলের ভেতর থেকে ৩৫ হাজার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামের কর্ণফুলী থেকে ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধারের পাশাপাশি জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকও। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকার ট্রাকচালক মোহাম্মদ রাকিব (২৯) এবং তাঁর সহকারী একই জেলার বোয়ালমারী থানা এলাকার আশরাফুল খান (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৪৯৮) আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের চালক ও সহকারীর দেওয়া তথ্যমতে ট্রাকের এক্সেলের ভেতর থেকে প্যাকেটজাত ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, টেকনাফ থেকে গাজীপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল ইয়াবাগুলো। তবে মূল হোতার কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত