Ajker Patrika

রোহিঙ্গাদের হাতে অপহৃত ৩ নাগরিককে উদ্ধার করেছে র‍্যাব

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
রোহিঙ্গাদের হাতে অপহৃত ৩ নাগরিককে উদ্ধার করেছে র‍্যাব

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত বাংলাদেশের তিন নাগরিককে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। এ সময় অপহরণকারীরা পালিয়ে যেতে সক্ষম হওয়ায় কাউকে আটকও করতে পারেনি র‍্যাব। 

রোববার দুপুরে তিন বাংলাদেশিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
 
উদ্ধার হওয়া তিনজন হলেন, নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা আজিজুল ইসলাম ((২৪), নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার আল আমিন (২৭) ও বি-বাড়িয়ার সরাইল এলাকার মো. মুক্তার হোসেন মৃধা (২৭)। 

আব্দুল্লাহ শেখ সাদী জানান, নির্মাণকাজ দেওয়ার কথা বলে টেকনাফের হ্নীলা এলাকায় ডেকে এনে গত ২৪ সেপ্টেম্বর ৩ বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহৃত পরিবারের কাছে। টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। 
 
পরে বিষয়টি র‍্যাবকে অবহিত করেন অপহৃত আজিজুল ইসলামের ভাই হাসান মো. সায়েম। 

অভিযোগের প্রেক্ষিতে র‍্যাবের একটি অভিযানকারী দল শনিবার দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নয়াপাড়া রোহিঙ্গা সংলগ্ন পাহাড়ের পাদদেশে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আই ব্লকের পুতিয়া গ্রুপের প্রধান সৈয়দ হোছন প্রকাশ পুতিয়াসহ অন্তত ১৮ জন। ঘটনাস্থল থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করা হয়। 

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আজকের পত্রিকাকে জানান, এ ব্যাপারে অপহৃত আজিজুল ইসলামের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত