Ajker Patrika

কুমিল্লায় অস্ত্র মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৭: ২০
কুমিল্লায় অস্ত্র মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

কুমিল্লায় অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আব্দুল করিম (৪৮) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আতাকরা গ্রামের বাসিন্দা। 

মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. নজরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালে ১৫ মে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি আতাকরা গ্রামে ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল করিমকে আটক করে। পরে তাঁর বাসা থেকে রিভলবার উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার কনকাপৈত পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র মজুমদার বাদী হয়ে আতাকরা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. নবী (২৭) ও মৃত ননা মিয়ার ছেলে আ. করিম (৪৮), নারায়ণ করার মৃত সেলিম চৌধুরীর ছেলে মো. সোহেল (২৪), কেছকিমুড়ার মৃত ইউনূছ মিয়ার ছেলে মো. মনির (২৮), মৃত মোকছেদুর রহমানের ছেলে আ. রহিম (৪২), আবুল খায়েরের ছেলে মো. দুলাল মিয়া (২৪) ও আতাকরার আনু মিয়ার ছেলে হাবিবকে (২৯) আসামি করে মামলা দায়ের করেন। 

মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. নজরুল ইসলাম বলেন, ১৫ জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পলাতক আসামি আব্দুল করিমকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত