কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল করিম (৪৮) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আতাকরা গ্রামের বাসিন্দা।
মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. নজরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালে ১৫ মে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি আতাকরা গ্রামে ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল করিমকে আটক করে। পরে তাঁর বাসা থেকে রিভলবার উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার কনকাপৈত পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র মজুমদার বাদী হয়ে আতাকরা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. নবী (২৭) ও মৃত ননা মিয়ার ছেলে আ. করিম (৪৮), নারায়ণ করার মৃত সেলিম চৌধুরীর ছেলে মো. সোহেল (২৪), কেছকিমুড়ার মৃত ইউনূছ মিয়ার ছেলে মো. মনির (২৮), মৃত মোকছেদুর রহমানের ছেলে আ. রহিম (৪২), আবুল খায়েরের ছেলে মো. দুলাল মিয়া (২৪) ও আতাকরার আনু মিয়ার ছেলে হাবিবকে (২৯) আসামি করে মামলা দায়ের করেন।
মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. নজরুল ইসলাম বলেন, ১৫ জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পলাতক আসামি আব্দুল করিমকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেন আদালত।
কুমিল্লায় অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল করিম (৪৮) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আতাকরা গ্রামের বাসিন্দা।
মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. নজরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালে ১৫ মে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি আতাকরা গ্রামে ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল করিমকে আটক করে। পরে তাঁর বাসা থেকে রিভলবার উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার কনকাপৈত পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র মজুমদার বাদী হয়ে আতাকরা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. নবী (২৭) ও মৃত ননা মিয়ার ছেলে আ. করিম (৪৮), নারায়ণ করার মৃত সেলিম চৌধুরীর ছেলে মো. সোহেল (২৪), কেছকিমুড়ার মৃত ইউনূছ মিয়ার ছেলে মো. মনির (২৮), মৃত মোকছেদুর রহমানের ছেলে আ. রহিম (৪২), আবুল খায়েরের ছেলে মো. দুলাল মিয়া (২৪) ও আতাকরার আনু মিয়ার ছেলে হাবিবকে (২৯) আসামি করে মামলা দায়ের করেন।
মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. নজরুল ইসলাম বলেন, ১৫ জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পলাতক আসামি আব্দুল করিমকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেন আদালত।
‘আমার ছেলে ছোট থেকেই মেধাবী, নম্র, ভদ্র স্বভাবের। ক্লাসের প্রত্যেক পরীক্ষায় প্রথম হতো। কোনো দিন কিছু নিয়ে আমার সঙ্গে জেদ করেনি। লেখাপড়ার প্রতি ছিল তার খুবই মনোযোগ। স্বপ্ন ছিল ছেলেকে চিকিৎসক বানাব। কল্পনাও করতে পারছি না, আমার ছেলেটা এভাবে মারা যাবে। সে পরীক্ষার রেজাল্ট আনতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরবে।’
১০ মিনিট আগেনাটোরে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট খন্দকার ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নাটোর স্বনির্ভর সমিতির (ইউজিসিএল) অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
১০ মিনিট আগেখুলনার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটায় আব্দুর রশিদ ঢালী হত্যা মামলায় জামাতা ও তাঁর ছোট ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এই রায় ঘোষণা করেন।
১২ মিনিট আগেধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে পৌরসভার মোল্লারচর এলাকাসংলগ্ন নদীর মাঝপথে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত না হলেও দুটি নৌযানই আংশিকভাবে ক্ষতিগ
২৩ মিনিট আগে