নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় অজ্ঞাত সাড়ে ছয় হাজার জনকে আসামি করা হয়েছে। আজ বুধবার নগরীর পাঁচলাইশ থানায় তিনটি এবং খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষে চট্টগ্রাম নগরীর ষোলোশহর, দুই নম্বর গেট ও মুরাদপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
এর মধ্যে ৭১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মধ্যরাতে পুলিশ নগরীর ১৬ থানায় রাতভর অভিযান চালিয়ে ৮৮ জনকে গ্রেপ্তার করেছে। আজ দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা গণমাধ্যমকে বলেন, ‘হত্যা, দাঙ্গা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে আলাদা দুটি মামলা দায়ের করেছে। এ ছাড়া হামলায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা ইমন ধরের মা বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন।’
তিনি আরও বলেন, ‘বিস্ফোরক ও হামলার অভিযোগে দায়ের করা দুই মামলার প্রতিটিতে ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। তিনটি মামলায় অন্তত ছয় থেকে সাড়ে ছয় হাজার জনকে আসামি করা হয়েছে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘হামলায় আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন সাহেদ আলী নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।’
এদিকে সংঘর্ষের ঘটনায় যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
তাঁরা বলেন, সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় হতাহতের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই গণগ্রেপ্তার শুরু হয়েছে।
একইভাবে চট্টগ্রাম ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু কুমার দে ও সহকারী সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরিফ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন।
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় অজ্ঞাত সাড়ে ছয় হাজার জনকে আসামি করা হয়েছে। আজ বুধবার নগরীর পাঁচলাইশ থানায় তিনটি এবং খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষে চট্টগ্রাম নগরীর ষোলোশহর, দুই নম্বর গেট ও মুরাদপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
এর মধ্যে ৭১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মধ্যরাতে পুলিশ নগরীর ১৬ থানায় রাতভর অভিযান চালিয়ে ৮৮ জনকে গ্রেপ্তার করেছে। আজ দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা গণমাধ্যমকে বলেন, ‘হত্যা, দাঙ্গা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে আলাদা দুটি মামলা দায়ের করেছে। এ ছাড়া হামলায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা ইমন ধরের মা বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন।’
তিনি আরও বলেন, ‘বিস্ফোরক ও হামলার অভিযোগে দায়ের করা দুই মামলার প্রতিটিতে ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। তিনটি মামলায় অন্তত ছয় থেকে সাড়ে ছয় হাজার জনকে আসামি করা হয়েছে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘হামলায় আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন সাহেদ আলী নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।’
এদিকে সংঘর্ষের ঘটনায় যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
তাঁরা বলেন, সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় হতাহতের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই গণগ্রেপ্তার শুরু হয়েছে।
একইভাবে চট্টগ্রাম ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু কুমার দে ও সহকারী সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরিফ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা খেয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনা চালকসহ অন্তত ১২ শ্রমিক আহত হন। আজ শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আট বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে মাছচাষী মাহাফুজুর রহমান (২৫) বড়াইগ্রাম থানায় একই গ্রামের নুরুল ইসলামের বিরুদ
২৯ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তিন মিষ্টির দোকানসহ আট প্রতিষ্ঠান ও এক লরি চালককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার মজুত, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের অভিযোগে এই জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগেঝিনাইদহ পৌর এলাকায় মাত্র ২০ টাকা পাওয়া পরিশোধ নিয়ে কলহের জেরে ছুরিকাঘাতে আহত মো: মঞ্জুর বিশ্বাস (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে