Ajker Patrika

চকরিয়ায় লরি ও অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় লরি ও অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

কক্সবাজারের চকরিয়ায় লরি ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও  ৪ জন। 

আজ বৃহস্পতিবার আড়াইটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া আমতলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বুড়ির চিকনঘোনা গ্রামের আব্দুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও মেয়ে জেসমিন আক্তার (২০)।

আহতেরা হলেন দুদু মিয়া (৬০), রাবেয়া বেগম (৫৫), শাহিনা আক্তার (৪৫) ও মো. আরিফ (২৪)। আহতদের মধ্যে দুদু মিয়ার অবস্থা আশঙ্কাজনক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারে একটি লং ভেহিক্যাল (লরি) মালামাল আনলোড করে চট্টগ্রাম ফিরছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। 

এ সময় লোকজন আহত ৪ জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মরদেহ পুলিশের হেফাজতে আছে। লরি ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত