Ajker Patrika

রামরাইল সেতু থেকে যুবকের মরদেহ উদ্ধার 

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২: ২৮
রামরাইল সেতু থেকে যুবকের মরদেহ উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের রামরাইল সেতুর ওপর থেকে মো. রাজু মিয়া (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত রাজু মিয়া সদরের ভাদুঘর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে। তিনি ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ায় চলাচলকারী 'রয়েল সার্ভিস' নামের এক বাসে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। 

জানা যায়, রাজুকে মৃত ঘোষণার পর মরদেহের ময়নাতদন্ত করতে অপারগতা প্রকাশ করেন রাজুর এলাকাবাসী। তাঁরা মরদেহটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে তাঁদের সঙ্গে উপস্থিত পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।

 প্রত্যক্ষদর্শী হানিফ নামে একজন বলেন, আমি মোটরসাইকেলে করে কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে জেলা শহরের দিকে ফিরছিলাম। পথে রামরাইল সেতুর ওপর কয়েকজনকে একটা কিছু ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে মোটরসাইকেল থামিয়ে কাছে যাই। সেখানে গিয়ে দেখি একটি ছেলে অচেতন হয়ে পড়ে আছে। সেখানকার লোকজন বলেন, ছেলেটিকে একটি বাস থেকে ফেলে দেওয়া হয়েছে। পরে আমি ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 হাসপাতালে নিয়ে গেলে ইসিজি করে চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবক মারা গেছেন। 

 ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সোলায়মান মিয়া বলেন, `হাসপাতালে নিয়ে আসার প্রায় দুই ঘণ্টা আগে ওই যুবক মারা গেছেন। আমরা ইসিজি করে তাঁর মৃত্যু নিশ্চিত হই।'

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের ওসি শাহজালাল আলম বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে হাইওয়ে থানার পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। 

ওসি আরও বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত